মারা গেলেন মাওবাদী পার্টির প্রাক্তন রাজ্য সম্পাদক সোমেন ওরফে হিমাদ্রি সেনরায় (৬৬)। আট মাস ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার রাজারহাটে টাটা মেডিক্যাল সেন্টারে তিনি মারা যান। সেপ্টেম্বরে সোমেনকে মুক্তি দেয় আদালত। ডিসেম্বরে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। ২০০৮-এ উত্তর ২৪ পরগনা থেকে তাঁকে গ্রেফতার করে সিআইডি। সাড়ে ৭ বছর জেলে ছিলেন। বৃহস্পতিবার তাঁর দেহ নিয়ে মিছিল করবে গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি।