কংগ্রেসের বিক্ষোভ

দলের কর্মী- সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করে কংগ্রেস। নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া, দলের জেলা সহ- সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়, জেলা নেতা কুণাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। পরে ডেপুটি পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষের সঙ্গে দেখা করে জেলা পুলিশ সুপার ভারতী ঘোষের উদ্দেশে একটি স্মারকলিপিও জমা দেয় কংগ্রেসের প্রতিনিধি দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৫ ০০:২৯
Share:

দলের কর্মী- সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে বৃহস্পতিবার জেলা পুলিশ সুপারের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করে কংগ্রেস। নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া, দলের জেলা সহ- সভাপতি শম্ভুনাথ চট্টোপাধ্যায়, জেলা নেতা কুণাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। পরে ডেপুটি পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষের সঙ্গে দেখা করে জেলা পুলিশ সুপার ভারতী ঘোষের উদ্দেশে একটি স্মারকলিপিও জমা দেয় কংগ্রেসের প্রতিনিধি দল। জেলা কংগ্রেস সভাপতি বিকাশ ভুঁইয়া বলেন, “আমরা চাই, জেলায় গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। দুর্ভাগ্য, জেলার সর্বত্র এই পরিবেশ নেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement