BJP

সামিয়ানা ভেঙেছিল মোদীর সভায়, অমিত সফরে মেদিনীপুরে বাড়তি সতর্ক বিজেপি

১৯ ডিসেম্বর অমিত মেদিনীপুর শহরে ক্ষুদিরামের মূর্তিতে মালা দেবেন এবং সিদ্ধেশ্বরী মন্দিরে পুজ‌ো দেবেন। পরে কর্ণগড় মন্দিরেও পুজো দেওয়ার পরিকল্পনা রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২০ ২১:২৩
Share:

বুধবার মেদিনীপুর কলেজ মাঠ পরিদর্শনে যান বিজেপি নেতৃত্ব। - নিজস্ব চিত্র

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মাঠে সভা করেছিলেন সেই মাঠেই সমাবেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। ২০১৮ সালের ১৫ জুলাই শহরের কলেজ মাঠে হওয়া মোদীর সভার একাংশে ভেঙে পড়েছিল সামিয়ানা। আহত হয়েছিলেন প্রায় ১০০ জন। এ বার অমিতের সভার আগে তাই বাড়তি সতর্ক বিজেপি।

Advertisement

জানা গিয়েছে, মোদীর সভায় হওয়া দুর্ঘটনার কথা মাথায় রেখে এ বারের প্রস্তুতি সারতে হবে বলেই জেলা বিজেপিকে নির্দেশ দিয়েছে রাজ্য নেতৃত্ব। বুধবার বিকেলে সভাস্থল পরিদর্শন করেন বিজেপির রাজ্য নেতৃত্ব ও জেলা নেতৃত্ব। পরে বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি শমিত দাশ বলেন, "মোদীর সভা যে সময়ে হয়েছিল তখন বৃষ্টির কারণে মাটি নরম ছিল। তা ছাড়া সে বার সামিয়ানা করা হয়েছিল। মাটি নরম হয়ে যাওয়ায় তা ভেঙে পড়ে। এ বারে বৃষ্টির সমস্যা নেই। তা ছাড়া সামিয়ানাও করা হচ্ছে না।" একই সঙ্গে তিনি জানিয়েছেন, সম্প্রতি ডায়মন্ড হারবারে যাওয়ার পথে দলের সভাপতি জে পি নড্ডার কনভয়ে হামলার প্রেক্ষিতে অমিতের নিরাপত্তায় বাড়তি জোর দেওয়া হচ্ছে। শুধু পুলিশের উপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর জন্য ১ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শমিত।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১৯ ডিসেম্বর অমিত মেদিনীপুর শহরে ক্ষুদিরামের মূর্তিতে মালা দেবেন এবং সিদ্ধেশ্বরী মন্দিরে পুজ‌ো দেবেন। পরে কর্ণগড় মন্দিরেও পুজো দেওয়ার পরিকল্পনা রয়েছে। কর্ণগড়েই এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ সেরে আসবেন সভায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement