Contai

কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে গ্রেফতারে বিক্ষোভ

নির্যাতিতার বাবার অভিযোগ, ‘‘প্রতিবেশীরা প্রভাবশালী হওয়ায় অর্থের প্রলোভন দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁথি শেষ আপডেট: ১১ মার্চ ২০২০ ০১:১৫
Share:

প্রতীকী ছবি।

এক কিশোরীকে শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়াল। ঘটনায় কেন পুলিশ ডাকা হল তার প্রতিবাদে গ্রাম প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখাল অভিযুক্তের বাড়ির লোকেরা। মঙ্গলবার কাঁথি দেশপ্রাণ ব্লকের বাসুদেববেড়িয়ার ঘটনা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ৫ মার্চ বাসুদেববেড়িয়ায় মেলা বসেছিল। সেখানে প্রতিবেশী ১৩ বছরের ওই কিশোরীকে ফাঁকা মাঠে ডেকে নিয়ে যায় স্থানীয় কয়েকজন যুবক। এরপর তারা কিশোরীর উপর শারীরিক নির্যাতন চালায় বলে অভিযোগ। কিশোরী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্তরা পালিয়ে যায়। কিশোরীকে তার পরিবারের লোকেরা উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরিবারের লোকেদের দাবি, ঘটনার পর থেকে ওই কিশোরীর রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না। প্রাথমিকভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টাও করা হয় বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের।

নির্যাতিতার বাবার অভিযোগ, ‘‘প্রতিবেশীরা প্রভাবশালী হওয়ায় অর্থের প্রলোভন দেখিয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গ্রামপ্রধানের পরামর্শে কাঁথি মহিলা থানায় অভিযোগ জানিয়েছি।’’ অভিযোগ পেয়ে সোমবার রাতে মূল অভিযুক্ত কার্তিক দোলই নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করা হয়েছে। এরপরই মঙ্গলবার সকালে স্থানীয় আউরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা শীটকে হেনস্থা করা হয় অভিযোগ। প্রধানের অভিযোগ, ‘‘স্থানীয় একটি সমবায় সমিতির সভায় যোগ দিতে যাওয়ার পথে অভিযুক্ত যুবকের পরিবারের লোকজন আমাকে এবং স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখায়। কেন ঘটনা পুলিশকে জানানো হল তা জানতে চেয়ে আমাদের আটকে রাখে। পরে স্থানীয় লোকেরা আমাদের উদ্ধার করেন।’’

Advertisement

মঙ্গলবার কাঁথি মহকুমা হাসপাতালে নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অভিযুক্ত কার্তিককে এদিন কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। এ দিকে তাঁকে হেনস্থার অভিযোগে ছ’জনের বিরুদ্ধে কাঁথি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন প্রধান। এই ঘটনায় তৃণমূলের লোকজন বিজেপি কর্মীদের মারধর করেছে বলে অভিযোগ করেছেন বিজেপির জেলা সভাপতি (কাঁথি) অনুপ চক্রবর্তী। যদিও ঘটনাটিকে রাজনৈতিক বলে মানতে রাজি নয় শাসক দল। দেশপ্রাণ ব্লক যুব তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েতের উপপ্রধান দেবাশিস ভুঁইয়া বলেন, ‘‘যে ভাবে একজন কিশোরীর ওপর শারীরিক নির্যাতন চালানো হল, তাকে কোনওভাবে ধামাচাপা দেওয়া উচিত নয়। এই ঘটনার প্রতিবাদ সকলের করা উচিত।’’

ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে দাবি পুলিশের। কাঁথির এসডিপিও অভিষেক চক্রবর্তী বলেন, ‘‘কিশোরীর শারীরিক পরীক্ষার পরে পকসো ধারায় মামলা রুজু হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক দলের যোগ এখনও মেলেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন