BJP

ক্ষমতায় এলে মামলা তোলার প্রতিশ্রুতি

বুধবার ক্ষীরপাইয়ে দলীয় সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ দাবি করেন, ‘‘বিজেপি কর্মীদের উপরে পুলিশ অত্যাচার করছে। মারধর, মিথ্যা মামলায় গ্রেফতার সবই হচ্ছে। ওই সব  পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে। ক্ষমতায় আসার পরে তাঁদের সুন্দরবন কিংবা পাহাড়ে পাঠিয়ে দেওয়া হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঘাটাল ও কেশপুর শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২০ ০৫:৪৬
Share:

ক্ষীরপাইয়ে বিজেপির সভায় বেশিরভাগের মুখে ছিল না মাস্ক। মানা হয়নি সামাজিক দূরত্বও। নিজস্ব চিত্র।

ফের পুলিশকে নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি।

Advertisement

বুধবার ক্ষীরপাইয়ে দলীয় সভামঞ্চ থেকে দিলীপ ঘোষ দাবি করেন, ‘‘বিজেপি কর্মীদের উপরে পুলিশ অত্যাচার করছে। মারধর, মিথ্যা মামলায় গ্রেফতার সবই হচ্ছে। ওই সব পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে। ক্ষমতায় আসার পরে তাঁদের সুন্দরবন কিংবা পাহাড়ে পাঠিয়ে দেওয়া হবে।’’ একই সঙ্গে দল রাজ্যে ক্ষমতায় আসলে বিজেপি কর্মীদের বিরুদ্ধে থাকা সব মামলা তুলে নেওয়া হবে ও জেল থেকে ছেড়ে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

এ দিন ঘাটাল সাংগাঠনিক জেলায় তিনটি কর্মসূচি ছিল দিলীপের। প্রথমে তিনি যান কেশপুরের খেতুয়ায়। মূলত নতুন কৃষি আইনের সমর্থনে হওয়া সেই কর্মসূচিতে দিলীপ দাবি করেন, কৃষকদের স্বার্থেই এই আইন। এর ফলে, কৃষকেরা ফসলের ন্যায্য দাম পাবেন। কেশপুর থেকে ক্ষীরপাই শহরে এসে একটি লজে কিছুক্ষণ বিশ্রাম নেন তিনি। সেখানে দলীয় নেতৃত্বের সঙ্গে কিছুক্ষণ আলোচনাও করেন। দুপুর সাড়ে তিনটেয় ক্ষীরপাই হালদারদিঘি লাগোয়া এলাকায় দিলীপের সভা শুরু হয়। সেখান থেকে ঘাটাল শহরের সভায় যোগ দেন দিলীপ।

Advertisement

ঘাটালের সভায় তিনি দাবি করেন, ‘‘কেন্দ্রের টাকা লুট করছে তৃণমূল। উন্নয়নের টাকায় তৃণমূল কর্মীরা নিজেরা বাড়ি তৈরি করে নীল-সাদা রং করছেন।’’ একইসঙ্গে তাঁর হুঁশিয়ারি, এখন পুলিশকে নিয়ে তৃণমূল নেতারা দাদাগিরি করছেন। ক্ষমতায় এসে তৃণমূল নেতাদের বিভিন্ন জেলে ভরে রাখা হবে। যে যেমন নেতা, তাঁকে তেমন জেলে পাঠানো হবে বলেও দাবি করেন।

দু’টি সভাতেই দিলীপ ছাড়াও বিজেপির ঘাটাল সাংগাঠনিক জেলা সভাপতি অন্তরা ভট্টাচার্য, রাজ্য সম্পাদক তুষার মুখোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন