পুলিশের সাহায্যে রাস্তায় পড়ে থাকা আহত হাসপাতালে

বিশ্বনাথ কর্মকার নামে বছর পঞ্চাশের ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের যশোর জেলার কাজীপাড়া গ্রামে। তাঁর কথাবার্তায় কিছুটা অসঙ্গতি রয়েছে। ফলে তাঁর নাম ও ঠিকানা সঠিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তমলুক শেষ আপডেট: ১২ জুলাই ২০১৭ ০১:২০
Share:

একাকী: হাসপাতালে বিশ্বনাথ কর্মকার। নিজস্ব চিত্র।

দীর্ঘক্ষণ আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে পুলিশের সাহায্যে হাসপাতালে ভর্তি করলেন এক ব্যক্তি। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কাছে হলদিয়া–মেচেদা ৪১ জাতীয় সড়কে সোমবার রাতের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিশ্বনাথ কর্মকার নামে বছর পঞ্চাশের ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের যশোর জেলার কাজীপাড়া গ্রামে। তাঁর কথাবার্তায় কিছুটা অসঙ্গতি রয়েছে। ফলে তাঁর নাম ও ঠিকানা সঠিক কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মেচেদার বাসিন্দা পেশায় বিমাকর্মী গোবিন্দ রায় সোমবার রাতে বাড়ি ফেরার সময় হলদিয়া –মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে কোলাঘাটর তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ছাই খাদানের সামনে আহত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি বামদেব গুছাইতকে জানান। এরপর বামদেববাবু ঘটনাস্থলে গিয়ে কোলাঘাট থানার পুলিশের সাহায্যে ওই ব্যক্তিকে উদ্ধার করে ব্লক স্বাস্থ্যকেন্দ্রে এনে ভর্তি করেন।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি জানিয়েছেন সড়ক ধরে হেঁটে যাওয়ার পথে গাড়ি ধাক্কায় আহত হন। তাঁর কোমরে ও পায়ে চোট লেগেছে। নিজেকে বাংলাদেশের যশোরের বাসিন্দা বলে জানালেও তাঁর কাছে কোন পরিচয়পত্র বা নথি ছিল না। সুস্থ হওয়ার পর তাঁকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন