ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে পুরপ্রধান প্রণব বসু।—নিজস্ব চিত্র।
মেদিনীপুর পুরসভার সার্ধশতবর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট শুরু হল রবিবার। খেলা হবে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুল মাঠ এবং অরবিন্দ স্টেডিয়ামে। এ দিন দুপুরে মেদিনীপুর কলেজ-কলেজিয়েট স্কুল মাঠেই উদ্বোধনী অনুষ্ঠান হয়।
পুর-কর্তাদের পাশাপাশি শহরের প্রাক্তন ফুটবলাররাও উপস্থিত ছিলেন। প্রাক্তন ফুটবলারদের সংবর্ধিত করা হয়। পুরপ্রধান প্রণব বসু বলেন, “পুরসভার সার্ধশতবর্ষ উদ্যাপনের অঙ্গ হিসেবেই এই টুর্নামেন্টের আয়োজন।” টুর্নামেন্ট ঘিরে ইতিমধ্যে ওয়ার্ডে ওয়ার্ডে উত্সাহ- উদ্দীপনা দেখা দিয়েছে। উপপুরপ্রধান জিতেন্দ্রনাথ দাস বলেন, “ফাইনাল খেলা অরবিন্দ স্টেডিয়ামে হবে। খেলাটি রাতে করার চেষ্টা চলছে।”
এ দিন খেলা দেখতে কলেজ- কলেজিয়েট মাঠে উত্সাহী মানুষেরা ভিড় করেন। চলতি বছরের গোড়ার দিকে পুরসভার সার্ধশতবর্ষ উদ্যাপন শুরু হয়। মেদিনীপুর পুরসভা প্রতিষ্ঠিত হয়েছিল ১৮৬৫ সালে। ২০১৪ সালের ১ এপ্রিল শতাব্দী প্রাচীন এই পুরসভা দেড়শো বছরে পা দিয়েছে। ওই সময়ে লোকসভা ভোটের আবহ ছিল। ফলে, নিঃশব্দেই পেরিয়ে গিয়েছে ঐতিহাসিক মুহূর্ত। পুর-কর্তৃপক্ষ পরে সিদ্ধান্ত নেন, ঘটা করেই সার্ধশতবর্ষ পালন হবে।
সেই মতো চলতি বছরের গোড়া থেকে কর্মসূচি শুরু হয়। শুরু হয়। দশ মাইল দৌড় প্রতিযোগিতা হয়। আগামী এক বছর কর্মসূচি চলবে। রবিবার থেকে শুরু হল ওয়ার্ডগুলির মধ্যে ফুটবল প্রতিযোগিতা। পরে ক্রিকেট প্রতিযোগিতা করা হবে। এক পুর- কর্তার কথায়, “সাংস্কৃতিক প্রতিযোগিতা করার পরিকল্পনা আছে। পাশাপাশি, গুণীজন সংবর্ধনা, পুরসভার ইতিহাস নিয়ে আলোচনা সভা হতে পারে।”