বৃষ্টিকে হারাল ভিড়

ঘাটালে রথযাত্রার উৎসাহ হারিয়ে দিল বৃষ্টিকে।একই সঙ্গে সাবেক প্রথা মেনে এদিন বিক্রি হল আম-কাঁঠালের চারাও। রথ দেখে মেলা ঘুরে কাটল ছুটির রবিবার। ঘাটাল থেকে চন্দ্রকোনা রোড, দাসপুর থেকে চন্দ্রকোনা এ দিন দেখা গেল একই ছবি।

Advertisement
শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ০১:৫৬
Share:

রথাযাত্রা-লোকারণ্য: রবিবার দাসপুরের খাঞ্জাপুরে। নিজস্ব চিত্র

লালগড় ও গোপীবল্লভপুরের ঐতিহ্যবাহী রথ দেখার জন্য কয়েক হাজার জনসমাগম হয়। ঝাড়গ্রাম শহরে বের হয় মল্লদেব রাজ পরিবারের রথ। সোনার অলঙ্কারের সেজে রথে চড়েন লালগড় রাজ পরিবারের কুলদেবতা রাধামোহন ও পার্শ্বদেবদেবীরা। রবিবার সন্ধ্যায় অমৃতযোগে রথযাত্রা শুরু হয়। গোপীবল্লভপুরে রাধাগোবিন্দ জিউয়ের মন্দির প্রাঙ্গণ থেকে জগন্নাথ, সুভদ্রা, বলরামের তিনটি রথ এলাকা পরিক্রমা করে। বেলপাহাড়িতে পুলিশ ও বাসিন্দাদের উদ্যোগে ১৯ ফুটের সুদৃশ্য রথ বের হয়। রথযাত্রার সূচনা করেন ঝাড়গ্রামের জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্ত। এ উপলক্ষে বেলপাহাড়িতে পুলিশের জনসংযোগ কর্মসূচিও হয়।

Advertisement

ঘাটালে রথযাত্রার উৎসাহ হারিয়ে দিল বৃষ্টিকে।একই সঙ্গে সাবেক প্রথা মেনে এদিন বিক্রি হল আম-কাঁঠালের চারাও। রথ দেখে মেলা ঘুরে কাটল ছুটির রবিবার। ঘাটাল থেকে চন্দ্রকোনা রোড, দাসপুর থেকে চন্দ্রকোনা এ দিন দেখা গেল একই ছবি। এদিন সকাল থেকেই দাসপুরের সোনাখালি সংলগ্ন কলাইকুণ্ডুতে শুরু হয় রথযাত্রা। ইসকন নামহট্ট এবং গ্রামবসীর উদ্যোগে এই প্রথম কলাইকুণ্ডুতে শুরু হল রথযাত্রা উৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রায় সকালে উৎসবের সূচনা হয়। দিনভর চলে ভজন, ভোগ, আরতি, নামসংকীর্তন। মেলাও বসেছে কলাইকুণ্ডুতে। দাসপুরের তিওড়বড়িয়া এলাকাতেও হয় রথযাত্রা। বসেছে বিশাল মেলাও।

চন্দ্রকোনার ঠাকুরবাড়ি বাজারে শতাধিক বছরের রথের মেলায় কয়েক হাজার মানুষের ভিড় হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement