পুর পরিষদে তৃণমূল ঠাঁই দিল পুরনোদের

পুর পারিষদ বাছাইয়ের কাজ শেষ করল তৃণমূল। বুধবার খড়্গপুর পুরসভায় পাঁচ পুর পারিষদ ও দুই কাউন্সিলর ইন-চার্জ শপথ গ্রহণ করবেন। ৪ জুন খড়্গপুরে পুরবোর্ড গঠনের পরে উপ-পুরপ্রধান ও পুর-পারিষদ বাছাই নিয়ে সমস্যায় পড়েছিল তৃণমূল। গত শুক্রবার সিপিআই ছেড়ে সদ্য দলে যোগ দেওয়া কাউন্সিলর শেখ হানিফকে উপ-পুরপ্রধানের পদে বসায় তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

খড়্গপুর শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০০:২৯
Share:

পুর পারিষদ বাছাইয়ের কাজ শেষ করল তৃণমূল। বুধবার খড়্গপুর পুরসভায় পাঁচ পুর পারিষদ ও দুই কাউন্সিলর ইন-চার্জ শপথ গ্রহণ করবেন।

Advertisement

৪ জুন খড়্গপুরে পুরবোর্ড গঠনের পরে উপ-পুরপ্রধান ও পুর-পারিষদ বাছাই নিয়ে সমস্যায় পড়েছিল তৃণমূল। গত শুক্রবার সিপিআই ছেড়ে সদ্য দলে যোগ দেওয়া কাউন্সিলর শেখ হানিফকে উপ-পুরপ্রধানের পদে বসায় তৃণমূল। আগেই পুরপ্রধান পদে যোগ দিয়েছিলেন দলের নতুন মুখ প্রদীপ সরকার।

পুরনো কাউন্সিলরদের জায়গা না দেওয়া নিয়ে ক্ষোভ বাড়ছিল তৃণমূলের অন্দরে। এ বার নতুন-পুরনো সমন্বয়ে পুর-পারিষদ গড়ার সিদ্ধান্ত হয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, পুর-পারিষদ হিসেবে পূর্ত বিভাগের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন পুরপ্রধান তুষার চৌধুরী। পুরভোটের আগে দলে যোগ দেওয়া তৈমুর আলি খানকে জল এবং দলত্যাগী বিজেপির কাউন্সিলর পূজা নায়ডুকে কর বিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে।

Advertisement

অন্য দিকে, পুরনো মুখ সুরেশ যাদবকে কনজারভেন্সি বিভাগ এবং রীতা সেনগুপ্তকে ট্রেড লাইসেন্স বিভাগের দায়িত্ব দেওয়া হচ্ছে। বাকি থাকা কাউন্সিলর ইন-চার্জর পদে আইপিপি বিভাগে বিজেপির টিকিটে জয়ী বেলারাণি অধিকারী ও সাক্ষরতা বিভাগে বিজেপির টিকিটে জয়ী জগদম্বা প্রসাদ গুপ্তকে বাছাই করা হয়েছে।

পুরপ্রধান প্রদীপ সরকার বলেন, “রাজ্য সভাপতির পুর-পারিষদ ও কাউন্সিলর ইন-চার্জের এই তালিকা পাঠিয়েছেন। বুধবার তাঁরা শপথ নেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন