আজ হলদিয়ায় উদ্বোধন বিশ্বকর্মা পুজো গাইডের

আজ, শুক্রবার হলদিয়া ভবনে উদ্বোধন হবে হলদিয়া মহকুমা পুলিশের তৈরি ‘বিশ্বকর্মা পুজো গাইড’-এর। উদ্বোধন করবেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ জৈন। হলদিয়ার পুলিশ সূত্রে এ কথা জানা গিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৪ ০০:৫৯
Share:

আজ, শুক্রবার হলদিয়া ভবনে উদ্বোধন হবে হলদিয়া মহকুমা পুলিশের তৈরি ‘বিশ্বকর্মা পুজো গাইড’-এর। উদ্বোধন করবেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সুকেশ জৈন। হলদিয়ার পুলিশ সূত্রে এ কথা জানা গিয়েছে।

Advertisement

মহকুমা পুলিশ সূত্রে খবর, বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে কতগুলি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুজোর সময়ে অর্থাত্‌ ১৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত হলদিয়ায় মোটর চালিত ভ্যানো চলাচল নিষিদ্ধ থাকছে। যান-নিয়ন্ত্রণ করা হবে ট্যাঙ্কার-ট্র্যাকেরও। পুজো গাইডে থাকবে বিভিন্ন মণ্ডপগুলির অবস্থান, পথ নির্দেশিকা। কোন রাস্তা ওয়ানওয়ে, তা-ও উল্লেখ থাকবে ম্যাপে। এই ম্যাপ বিনামূল্যে সকলের মধ্যে বিতরণ করবে মহকুমা পুলিশ।

এ বার বাস চলাচলও নিয়ন্ত্রণ করা হবে বলে জানা গিয়েছে। মঞ্জুশ্রীর পর আর হলদিয়াগামী বাসকে হলদিয়ার দিকে আসতে দেওয়া হবে না। যাত্রী বোঝাই গাড়িগুলির জন্য বিভিন্ন ‘ড্রপ পয়েন্ট’ করা হয়েছে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ করা হবে রানীচক, মঞ্জুশ্রী, টাউনশিপ এবং সিটি সেন্টারে। মোতায়েন করা হবে গ্রিন পুলিশ, স্বেছা সেবকও।

Advertisement

হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, বিশ্বকর্মা পুজোয় দুর্ঘটনা এড়াতে এবং যান নিয়ন্ত্রণে জোর দেওয়া হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে এ বার নিষিদ্ধ করা হয়েছে ভ্যানো। উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বরে বিশ্বকর্মা পুজোর সময়ে যাত্রী বোঝাই ভ্যানোর সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ছয় যাত্রী। এর পুনরাবৃত্তি রুখতেই যান-নিয়ন্ত্রণে রাশ টানার উদ্যোগ বলে পুলিশ সুপার জানান।

হলদিয়ায় বিশ্বকর্মার জাঁক দেখতে প্রতিবারই উত্‌সাহ থাকে চরমে। পাশের জেলা থেকেও উত্‌সাহীরা ভিড় জমান। তাই, সকলে যাতে নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারেন তাই গাইড ম্যাপের পরিকল্পনা। মহকুমা পুলিশ সূত্রে খবর, পুলিশ সুপারের নির্দেশে এ বার ‘প্রথম চাইল্ড কেয়ার কাডর্’ বানানো হয়েছে। ইতিমধ্যে তা বিভিন্ন স্কুলে বিতরণ করা হয়েছে। বিশ্বকর্মা পুজোয় মাইকের দাপট রুখতে ডেসিবেলও বেঁধে দিয়েছে পুলিশ। যে সব পুজো কমিটি এই নির্দেশিকা মানবে না, পরবর্তী সময়ে তারা কোনও ভাবেই পুজোর অনুমতি পাবে না বলে পুলিশ স্পষ্ট করে দিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement