শনিবারও হলদিয়া গভর্মেন্ট কলেজের ক্লাস বয়কট অব্যাহত। ছাদের চাঙড় খসে পড়ার প্রতিবাদে শুক্রবার থেকেই চলছে অনির্দিষ্টকালের ক্লাস বয়কট। প্রাকৃতিক দুর্যোগের কারণে শনিবার এমনিতেই ছাত্রছাত্রীরা কম এসেছিলেন। কিন্তু যাঁরা এসেছিলেন তাঁরাও ক্লাসে যোগ দেননি। ছাত্র সংসদের সাধারণ সম্পাদক টিএমসিপির শেখ আজাদ বলেন, ‘‘কলেজ ভবন সংস্কারের দাবিতে এ দিনও ছাত্রছাত্রীরা ক্লাস বয়কট করেছেন। সোমবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষর কলকাতায় উচ্চশিক্ষা দফতরে যাওয়ার কথা।’’ কলেজ ভবন সংস্কারের বিষয়ে উচ্চশিক্ষা দফতরের সিদ্ধান্তের দিকে তাঁরা তাকিয়ে রয়েছেন বলে জানিয়েছেন আজাদ। তাঁর দাবি, ‘‘সদর্থক উত্তর না পেলে আমরা সোমবার থেকে আমরণ অনশনের পথে যাব।’’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযূষকান্তি ত্রিপাঠি জানান, ‘‘ছাত্রছাত্রীরা যাতে আন্দোলন প্রত্যাহার করে নেয় সে বিষয়ে আলোচনা চালাচ্ছি। ভবন সংস্কারের বিষয়ে আমি সোমবার উচ্চশিক্ষা দফতরে যাব।’’