Manoranjan Byapari

বিধানসভায় অসুস্থ মনোরঞ্জন ব্যাপারী, এসএসকেএমে নিয়ে যাওয়া হল বলাগড়ের বিধায়ককে

২০২১ সালে বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম মাজিকে সরিয়ে মনোরঞ্জন ব্যাপারীকে প্রার্থী করে তৃণমূল। বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদারকে ৫,৭৮৪ ভোটে হারিয়ে বিধায়ক হন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০২৫ ১১:৫০
Share:

তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। — ফাইল চিত্র।

বিধানসভায় সোমবার অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিধানসভার লবিতে হঠাৎই পড়ে যান তিনি। তার পরে সংজ্ঞাহীন হয়ে পড়েন। তৃণমূল বিধায়ককে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

২০২১ সালে বলাগড়ের তৎকালীন বিধায়ক অসীম মাজিকে সরিয়ে মনোরঞ্জনকে প্রার্থী করে তৃণমূল। বিজেপি প্রার্থী সুভাষচন্দ্র হালদারকে ৫,৭৮৪ ভোটে হারিয়ে বিধায়ক হন তিনি। এর পর তাঁর বিভিন্ন মন্তব্য বিতর্ক তৈরি করেছে। অভিযোগ, জিতেই বলাগড়ের স্থানীয় গোষ্ঠী রাজনীতিতে জড়িয়ে পড়েন মনোরঞ্জন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি ফেসবুকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ তোলেন। সেই পোস্টে মন্তব্যের জবাবে তিনি অশালীন ভাষা ব্যবহার করেছেন বলে অভিযোগ ওঠে। প্রসঙ্গত, মনোরঞ্জন এক জন লেখক।

অন্য দিকে, অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তৃণমূলের সাংসদ সৌগত রায়ও। রবিবার হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন প্রবীণ এই রাজনীতিক। সঙ্গে তাঁর শ্বাসকষ্টের সমস্যাও ছিল। তড়িঘড়ি তাঁকে ভর্তি করানো হয় দক্ষিণ কলকাতার হাসপাতালে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement