মমতাকে বিঁধলেন অধীর

মমতার বিজেপি এবং আরএসএস প্রীতির অভিযোগও তোলেন অধীর। তাঁর কথায়, মমতা বন্দোপাধ্যায় ২১ জুলাইয়ের সভায় দাঁড়িয়ে বলছেন, বিজেপি, আরএসএসের সবাই খারাপ নয়। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে আগে পরিষ্কার করতে হবে কে ভাল বিজেপি আর কে ভাল আরএসএস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০২:৫০
Share:

অধীর চৌধুরী। —ফাইল চিত্র।

ফেডারেল ফ্রন্টের নামে আদতে নরেন্দ্র মোদীর হাত শক্ত করতে চাইছেন মমতা বন্দোপাধ্যায়—রবিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস অফিসে সাংবাদিক বৈঠকে এমনই মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর।। তার একটা ব্যাখ্যাও দিয়েছেন তিনি, “যখন নরেন্দ্র মোদী এবং এনডিএ’র ত্রাহি ত্রাহি অবস্থা, রাহুল গাঁধীর বিরোধী জোটকে শক্তিশালী করার বদলে উল্টো পথে হাঁটছেন তিনি। রাজস্থান, মধ্যপ্রদেশ কিংবা ছত্তীসগঢ়, বিরোধীরা একজোট হয়েছেন, কিন্তু মমতা ফেডারেল ফ্রন্টের গীত গাইতে লাগলেন!’’

Advertisement

মমতার বিজেপি এবং আরএসএস প্রীতির অভিযোগও তোলেন অধীর। তাঁর কথায়, মমতা বন্দোপাধ্যায় ২১ জুলাইয়ের সভায় দাঁড়িয়ে বলছেন, বিজেপি, আরএসএসের সবাই খারাপ নয়। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীকে আগে পরিষ্কার করতে হবে কে ভাল বিজেপি আর কে ভাল আরএসএস। অধীরের দাবি, মমতা এর আগে বলেছেন সুষমা স্বরাজ, লালকৃষ্ণ আডবানি, রাজনাথ সিংহ খারাপ নয়। অধীর বলেন, ‘‘যে আদবানির রথযাত্রার জন্য দেশে দাঙ্গা হয়েছিল তাকেই তিনি বলছেন, খারাপ নয়।’’ তাঁর দাবি, আমরা ব্যক্তির বিরুদ্ধে লড়াই করিনা। বিজেপির তত্ত্ব, আদর্শের বিরুদ্ধে লড়াই করি। যদি ব্যক্তির বিরোধীতা করতাম তাহলে রাহুল গান্ধী নরেন্দ্র মোদীর সাথে সংসদে হাত মেলাতে যেতেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement