Body Recovered

বন্ধ ঘর থেকে উদ্ধার বৃদ্ধের দেহ, দিন কয়েক আগে ঝগড়া করে রানাঘাটের বাড়ি ছেড়েছিলেন স্ত্রী

বৃদ্ধ প্রায় দিনই মদ্যপান করতেন। সেই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগে থাকত বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২৫ ২১:৩৪
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হল বৃদ্ধের দেহ। রানাঘাট পুরসভার সাত নম্বর ওয়ার্ডের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অরিজিৎ দাস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

Advertisement

গত কয়েক দিন ধরেই দুর্গন্ধ বার হচ্ছিল। বৃহস্পতিবার অতিষ্ঠ হয়ে ওঠেন রানাঘাটের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাঁরা খবর দেন থানায়। এলাকায় পৌঁছে দু্র্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ওই ফাঁকা বাড়িতে যায় পুলিশ। সেখান থেকে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। পুলিশের অনুমান, কয়েক দিন আগেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বৃদ্ধ ইলেক্ট্রিকের কাজ করতেন। তিনি প্রায় দিনই মদ্যপান করতেন। সেই নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা লেগে থাকত বলে অভিযোগ। কয়েক দিন আগে অশান্তির কারণে বৃদ্ধের স্ত্রী তাহেরপুর থানা এলাকায় তাঁর বাপের বাড়িতে চলে যান। ওই দম্পতির কোনও সন্তান নেই। বৃদ্ধের মৃত্যুর খবর তাঁর স্ত্রীকে দেওয়া হয়েছে। তিনি খবর পেয়ে রানাঘাটের বাড়িতে ফিরে এসেছেন। কী ভাবে তাঁর মৃত্যু হয়েছে, এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement