প্রতীকী ছবি।
দলের গুরুত্বপূর্ণ নেতা আসছেন জেলায়। তাই নিয়ে ব্যস্ত তৃণমূল জেলা নেতৃত্ব। আগামী ৩ জানুয়ারি কুলিতে জনসভা করতে আসছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। ওই দিনই রেজিনগরের প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী হুমায়ুন কবীরের জন্মদিনের অনুষ্ঠান। ৫৮ তম জন্ম দিনের অনুষ্ঠান সারা দিনের। একই দিনে কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় রেজিনগরে মিছিল। যা হচ্ছে না। কিন্তু রেজিনগরের প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের জন্মদিনের অনুষ্ঠান বাতিল হচ্ছে না। তবে হুমায়ুন যাঁদের অনুষ্ঠানে ডেকেছেন, তাঁরা সেই অনুষ্ঠানে যাবেন না ববির সভায় যাবেন, তা এখনও পরিষ্কার নয়।
বুধবার বিধায়ক রবিউল আলম চৌধুরী বলেন, “আগের ঠিক করা মিছিল হচ্ছে না। রেজিনগর এলাকা থেকে মানুষ নিয়ে কুলি যেতে হবে।” হুমায়ুন এদিন বলেন, “রাজ্যের মন্ত্রী জেলায় আসছেন। তাকে স্বাগতম। কিন্তু তিনি অন্য বিধানসভায় সভা করবেন। সেটা রেজিনগর থেকে অনেক দূরে। তা ছাড়া আমার হিতাকাঙ্ক্ষীরা জন্মদিনের কর্মসূচি নিয়েছে সাত দিন আগে। সব আয়োজন চূড়ান্ত। তাই দল আমাকে রেহাই দেবে বলেই মনে করছি।” এই প্রসঙ্গে জেলা সভাপতি আবুতাহের খান জানান, ফিরহাদ হাকিমের সভা। তাই রেজিনগরের মিছিল বাতিল করা হয়েছে। জন্মদিনের অনুষ্ঠানকে তিনি, ব্যক্তিগত অনুষ্ঠান বলেছেন। সেই নিয়ে তিনি কোন কথা বলতে চাননি।