West Bengal SIR

ভোটার তালিকায় নামে ভুল! হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ভগবানগোলায় বৃদ্ধের মৃত্যুতে পরিবারের দাবি ‘এসআইআর আতঙ্ক’

স্থানীয় জানা গিয়েছে, ভগবানগোলা ব্লকের অন্তর্গত মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর মিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন ইরফান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২৩:৩৯
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

এসআইআর নিয়ে উদ্বেগের কারণে মৃত্যু হয়েছে বলে আরও এক অভিযোগ উঠল এ রাজ্যে। মুর্শিদাবাদের ভগবানগোলায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের নাম ইরফান খান। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলছে। মৃতের পরিবারের দাবি, এই আবহে আতঙ্কিত হয়ে পড়েছিলেন বৃদ্ধ। কারণ, ২০২৫ সালের ভোটার তালিকায় তাঁর নাম ভুল ছিল। আর তাতেই হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। পরে মৃত্যু হয় ইরফানের।

Advertisement

স্থানীয় জানা গিয়েছে, ভগবানগোলা ব্লকের অন্তর্গত মোহাম্মদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর মিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন ইরফান। বৃদ্ধ অসুস্থ হয়ে পড়েছিলেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান বলে খবর। এসআইআর শুরু হলে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলে পরিবারিক ভাবে দাবি করা হয়েছে।

পরিবারের তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ভোটের নথিতে ওই বৃদ্ধের নাম বদলে গিয়েছিল। সে জন্য তিনি আতঙ্কিত ছিলেন। ২০০২ সালের রেকর্ডে তাঁর নাম ছিল ইরফান খান। এ দিকে ২০২৫ সালের নথিতে সেই নাম বদলে এসেছিল আকালি খান। কী ভাবে ওই নথি ঠিক করা যাবে, তা বুঝতে পারছিলেন না তিনি। সেই আতঙ্ক চেপে বসেছিল ওই বৃদ্ধের, এমনই অভিযোগ ওই পরিবারের। পরিবারের সদস্যেরা জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন অফিসে ঘুরে সঠিক নথি পাওয়ার চেষ্টা করেও কোনও সমাধানসূত্র ইরফান পাননি। প্রতিদিনই বাড়ছিল চাপ, ভয় ও হতাশা। এই অবস্থায় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। পরে তিনি মারা যান বলে খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement