প্রহৃত প্রধান

গ্রাম পঞ্চায়েত অফিসে দলবল নিয়ে ঢুকে কংগ্রেসের এক মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরে নাম জড়াল সিপিএমের সমর্থকদের। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হলেন অফিসেরই এক কর্মী। আহত পঞ্চায়েত প্রধান রাসমণি দাসকে সুতির মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০০:৫৮
Share:

গ্রাম পঞ্চায়েত অফিসে দলবল নিয়ে ঢুকে কংগ্রেসের এক মহিলা পঞ্চায়েত প্রধানকে মারধরে নাম জড়াল সিপিএমের সমর্থকদের। তাঁকে বাঁচাতে গিয়ে আহত হলেন অফিসেরই এক কর্মী। আহত পঞ্চায়েত প্রধান রাসমণি দাসকে সুতির মহেশাইল স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়েছে। বুধবার ২টো নাগাদ সুতি-২ ব্লকের মহেশাইল ১ গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাটি ঘটে। বছর খানেক আগে সিপিএমের প্রধানকে অনাস্থায় অপসারিত করে তৃণমূলের সমর্থনে প্রধান হন কংগ্রেসের রাসমণিদেবী। সেই থেকেই নানা ঘটনায় দু’টি দলের মধ্যে উত্তেজনা রয়েছে পঞ্চায়েতে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement