Sexual Harassment

‘নির্যাতন করে সৎ বাবা’! কিশোরীর মেসেজ পেয়ে অভিযুক্তকে গ্রেফতার করল বহরমপুর পুলিশ

খবর নিয়ে অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার বাড়িতে পৌঁছে যায় পুলিশ। কথা বলে ওই কিশোরী এবং তার মায়ের সঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০২৫ ২৩:১৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

শারীরিক কিংবা মানসিক নির্যাতনের শিকার হলে কী ভাবে ব্যবস্থা নিতে হবে, শিখিয়েছিলেন স্কুলের শিক্ষিকা এবং স্থানীয় থানার ‘পুলিশ কাকুরা’। পুলিশের পক্ষ থেকে স্কুলের ছাত্রীদের দেওয়া হয়েছিল হোয়াটসঅ্যাপ নম্বরও। সেই নম্বরে অভিযোগ করে বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় পুলিশ। কিশোরীর অভিযোগের ভিত্তিতে শারীরিক নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয় তার সৎ-বাবাকে। বহরমপুরের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বহরমপুরের বাসিন্দা অষ্টম শ্রেণির ওই ছাত্রী পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ পাঠায়। অভিযোগ করে মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী তথা সৎ বাবার বিরুদ্ধে। অভিযোগ পাওয়া মাত্র তড়িঘড়ি পদক্ষেপ করে পুলিশ। খবর নিয়ে অষ্টম শ্রেণির ওই পড়ুয়ার বাড়িতে পৌঁছে যায় তারা। কথা বলে ওই কিশোরী এবং তার মায়ের সঙ্গে। এর পরে তার মা একটি অভিযোগ দায়ের করেন থানায়। অভিযোগের ভিত্তিতে সৎ বাবাকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।

নির্যাতিতা বলে, ‘‘দীর্ঘদিন ধরে আমার উপরে শারীরিক নির্যাতন চালাত। ভয়ে কাউকে কিছু বলতে পারিনি। যখন পুলিশ এসে নম্বর দিয়ে গেল, তখন সাহস পেলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement