Jiban Krishna Saha

ইডিকে দেখে ছুট জীবনকৃষ্ণের, আবার ছুড়ে দিলেন মোবাইল! নর্দমা থেকে উদ্ধার, কিন্তু বলতে চাইছেন না ফোনের পাসওয়ার্ড

আবার মোবাইল ছুড়ে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআইয়ের পর এ বার ইডিকে দেখে পালানোর চেষ্টা করলেন তিনি। অভিযোগ, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দিয়েছেন তিনি। পরে তা উদ্ধার করা হয়েছে। আপাতত মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা রয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ০৯:৪২
Share:

মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ইডির হানা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আবার মোবাইল ছুড়ে ফেলে দিলেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সিবিআইয়ের পর এ বার ইডিকে দেখে পালানোর চেষ্টা করলেন তিনি। অভিযোগ, পালানোর সময় বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফেলে দেন তিনি। পরে তা উদ্ধার করা হয়েছে। আপাতত মুর্শিদাবাদের আন্দিতে জীবনকৃষ্ণের বাড়িতে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকেরা রয়েছেন। জিজ্ঞাসাবাদ চলছে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার সঙ্গে অসহযোগিতার অভিযোগ উঠেছে। অভিযোগ, তিনি অন্তত দু’টি ফোনের পাসওয়ার্ড বলতে চাননি। গত ৯০ দিনের কল রেকর্ড ধরে ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু তাঁর উত্তরে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ।

Advertisement

সোমবার সকাল থেকে কলকাতা এবং জেলার একাধিক জায়গায় ইডি তল্লাশি অভিযান চালাচ্ছে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এই তল্লাশি বলে খবর। ইডির একটি দল সকাল সকাল পৌঁছে যায় জীবনকৃষ্ণের আন্দির গ্রামের বাড়িতে। বিধায়ক সেই সময় বাড়িতেই ছিলেন। সূত্রের খবর, ইডিকে দেখে বাড়ির পিছনের দরজা দিয়ে পালানোর চেষ্টা করেছিলেন জীবনকৃষ্ণ। কেন্দ্রীয় সংস্থার তিন জওয়ান তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। পিছনের দরজা দিয়েই নিয়ে আসেন বাড়ির ভিতরে। ইডির অন্তত পাঁচ আধিকারিক তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি, জীবনকৃষ্ণের গাড়ির চালক রাজেশ ঘোষকেও টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বাড়িতেও গিয়েছেন ইডি আধিকারিককেরা।

সূত্রের খবর, প্রথমে ইডি আধিকারিকেরা বুঝতে পারেননি যে, বিধায়ক মোবাইল বাইরে ফেলে দিয়েছেন। বেশ কিছু ক্ষণ পরে পিছনের ঝোপের পরিত্যক্ত নর্দমা থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। মোবাইল কী অবস্থায় আছে, তাতে কী তথ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

বীরভূমের সাঁইথিয়ায় জীবনকৃষ্ণের পিসি তথা ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতেও ইডি গিয়েছে। তল্লাশি চলছে রঘুনাথগঞ্জে জীবনকৃষ্ণের শ্বশুরবাড়িতে। এ ছাড়া, মহিষগ্রামের বাসিন্দা এক ব্যাঙ্ক কর্মচারী রাজেশ ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চলছে বলে খবর।

উল্লেখ্য, নিয়োগ মামলায় ২০২৩ সালের ১৭ এপ্রিল জীবনকৃষ্ণকে গ্রেফতার করেছিল সিবিআই। তার আগে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। অভিযোগ, তল্লাশির সময় প্রমাণ লোপাটের জন্য জীবনকৃষ্ণ নিজের দু’টি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলে দিয়েছিলেন। দীর্ঘ তল্লাশির পর পুকুরের জল ছেঁচে তা উদ্ধার করা হয়। ১৩ মাস পর তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। জেল থেকে বেরিয়ে বিধানসভাতেও গিয়েছিলেন জীবনকৃষ্ণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement