চাপড়া জোন ইন্টার স্কুল অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার ফাইনালে বাঙালঝি রামকৃষ্ণ আশ্রম হাইস্কুল ১-০ গোলে বাঙালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরকে পরাজিত করে। বৃহস্পতিবার দুপুরে খেলা হয় চাপড়ার মানদিয়ার মাঠে। এ ছাড়াও অনূর্ধ্ব-১৯ এর ফাইনালে বড় আন্দুলিয়া হাইস্কুল টাইব্রেকারে ৯-৮ গোলে হাট চাপড়া কিং এডওয়ার্ড হাইস্কুলকে পরাজিত করে। এই খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসাহ ছিল যথেষ্ট।