শীতের আমেজ কলকাতা-সহ গোটা রাজ্যে। — ফাইল চিত্র।
হেমন্তেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে শীতের আমেজ। সকালের দিকে কুয়াশামাখা আকাশ। সূর্য মধ্যগগনে উঠলেও তার ‘কাঁটা’ নেই। বরং বেশ আরামই দেয়। কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। বঙ্গবাসীর মনে প্রশ্ন, এই শীত কি স্থায়ী হবে? নাকি অগ্রাহায়নে আবার বৃদ্ধি পাবে তাপমাত্রা!
আলিপুর আবহাওয়া দফতর বলছে, দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে রয়েছে উচ্চচাপ বলয়। রাজ্যে আপাতত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গে আগামী তিন দিন রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। গাঙ্গেয়বঙ্গের বেশ কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। ফলে রাতের দিকে ওই সব এলাকায় বেশ ঠান্ডা অনুভূত হবে। তার পরের দু’দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। কলকাতার আকাশ থাকবে পরিষ্কার। শহরে দিনের তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
উত্তরবঙ্গেও আগামী তিন দিন রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। কিছু জায়গায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তার পরের দু’দিন উত্তরবঙ্গের কিছু এলাকায় রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।