প্রতীকী ছবি
ফের ১১ জন করোনা আক্রান্ত হলেন মালদহে। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা পর্যন্ত ১১ জনের লালারসের নমুনার রিপোর্ট পজ়িটিভ মিলেছে। তাতে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬০। তবে শনিবার পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮৯ জন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন করে আক্রান্তদের মধ্যে দশ জনই পরিযায়ী শ্রমিক। এক জন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তারক্ষী।
করোনা আক্রান্তের সংখ্যা বাড়তেই বেড়েছে ‘কন্টেনমেন্ট জ়োন’ও। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এ দিন পর্যন্ত জেলায় কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা ৬২টি। লাল ফিতে দিয়ে সে সব এলাকা ঘিরেছে পুলিশ। পাশাপাশি সে সব এলাকার বাসিন্দাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রচার চলছে বলে জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া। তিনি বলেন, ‘‘ওই সব জায়গায় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে। আক্রান্তদের পরিবারের লোকেদের কোয়রান্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে।’’
শুক্রবার মালদহে কোনও করোনা আক্রান্তের হদিশ মেলেনি। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১১টা পর্যন্ত মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ল্যাবে ৭০৪ জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ১৩ জনের রিপোর্ট পজ়িটিভ মিলেছে। ১১ জন মালদহের। বাকি দু’জন উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা। মালদহে আক্রান্ত ১১ জনের মধ্যে হবিবপুর ব্লকের ৬ জন, চাঁচল-২ ব্লকের তিন, চাঁচল-১ ব্লকের এক জন এবং ইংরেজবাজার শহরের এক জন বাসিন্দা রয়েছেন।
স্বাস্থ্য দফতরের দাবি, জেলায় মোট ২৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ২৫৭ জনই পরিযায়ী শ্রমিক। অন্য তিন জনের মধ্যে দু’জন নার্স এবং এক জন মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তারক্ষী। জানা গিয়েছে, ওই নিরাপত্তারক্ষী মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে কর্মরত ছিলেন। গত সোমবার থেকে জ্বর, কাশি শুরু হয় ওই যুবকের। বুধবার তাঁর লালারসের নমুনা নেওয়া হয়। রিপোর্ট পজ়িটিভ আসতেই তাঁকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় কোভিড হাসপাতালে।
করোনা রোগীর সংস্পর্শে এসেই কি ওই নিরাপত্তারক্ষী আক্রান্ত হয়েছেন তা নিয়েই চর্চা শুরু হয়েছে চিকিৎসক মহলের একাংশের। মালদহের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবতী বলেন, ‘‘আক্রান্তদের চিকিৎসা শুরু হয়েছে। জেলায় সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও বাড়ছে।’’