MLA

মিহির কি আজ বৈঠকে

সম্প্রতি শিলিগুড়িতে বৈঠক করেন দলের নেতা অভিষেক বন্দোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর।

Advertisement

অরিন্দম সাহা

কোচবিহার শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২০ ০৬:৩২
Share:

প্রতীকী ছবি

সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্য নেতৃত্বের নির্দেশে ঐক্যবদ্ধ ছবি তুলে ধরতে তৎপরতা শুরু হয়েছে কোচবিহার জেলা তৃণমূলে। আজ, রবিবার মাথাভাঙায় দলের জেলা চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মণের বাড়িতে বিধায়কদের নিয়ে বৈঠক ডাকা হয়েছে।

Advertisement

সম্প্রতি শিলিগুড়িতে বৈঠক করেন দলের নেতা অভিষেক বন্দোপাধ্যায়, ভোটকুশলী প্রশান্ত কিশোর। সেখানে জেলার বিধায়কদের নিয়ে বসার সিদ্ধান্তও হয়। আজ বৈঠকে বিধায়করা ছাড়াও থাকার কথা তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের। যদিও শেষপর্যন্ত বৈঠকে সবাই উপস্থিত থাকেন কিনা দলের অন্দরে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে বিধায়ক মিহির গোস্বামী বৈঠকে থাকেন কিনা সেদিকেই তাকিয়ে সকলে।

তৃণমূলের কোচবিহার জেলা চেয়ারম্যান বিনয়কৃষ্ণ বর্মণ অবশ্য বলেন, “দলের নেতৃত্বের নির্দেশ মেনে ওই বৈঠক ডাকা হয়েছে। বিধায়কদের সবাইকে ডাকা হয়েছে। জেলা সভাপতিও থাকবেন। আমরা সবাই একই পরিবারের।” বিনয়বাবুর দাবি, “মিহিরদার সঙ্গে কথা হয়েছে। উনি ছোট ভাইয়ের বাড়িতে আসবেন।” পার্থপ্রতিম বলেন, “দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।” কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামীর বক্তব্য জানা যায়নি। তাঁর মোবাইল ‘সুইচড অফ’ ছিল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন