TMC

TMC: একই মাঠে পাশাপাশি দুই মঞ্চে প্রতিষ্ঠা দিবস পালন তৃণমূলের, প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব

ফুটবল মাঠে ২৫ মিটারের ব্যবধানে পাশাপাশি দু’টি মঞ্চ। দু‘টিই তৃণমূলের। দু‘টিতেই পালিত হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১৮:১৬
Share:

—নিজস্ব চিত্র।

ফুটবল মাঠে ২৫ মিটারের ব্যবধানে পাশাপাশি দু’টি মঞ্চ। দু‘টিই তৃণমূলের। দু‘টিতেই পালিত হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবস। মাঝে বাঁশের ব্যারিকেড দিয়ে তৈরি পাঁচ মিটারের ‘নো ম্যানস ল্যান্ড’-এ দাঁড়িয়ে পরিস্থিতি নজরে রাখছে বৈষ্ণবনগর থানার পুলিশ।

শনিবার এমনই ছবি ধরা পড়ল মালদহের কালিয়াচক ৩ নং ব্লকের বৈষ্ণবনগরে। পয়লা জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। অন্তর্দ্বন্দ্বের জেরে এই দিনটিই পৃথক ভাবে পালন করলেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার ও ব্লক সভাপতি দুর্গেশ সরকার।

Advertisement

এ বিষয়ে চন্দনা বলেন, ‘‘বিজেপি আর কংগ্রেসের লোকজনকে নিয়ে এসে ভিড় বাড়িয়ে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেছেন ব্লক সভাপতি। আমরা দলের নির্দেশে সভা করেছি।’’ বিধায়কের অভিযোগ খারিজ করে দুর্গেশ বলেন, ‘‘আমি জানি না, উনি কেন এ কথা বলেছেন! জেলা নেতৃত্ব আমাদের যা নির্দেশ দিয়েছে, আমরা তা পালন করেছি।’’

প্রতিষ্ঠা দিবসে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব প্রকাশ্যে আসা নিয়ে বিজেপি-র মালদহ দক্ষিণের সভাপতি পার্থসারথী ঘোষ বলেন, ‘‘একটা দল তোলাবাজি, কাটমানির উপর চলে। যার ফলে স্বাভাবিক ভাবেই ভাগ-বাটোয়ারা নিয়ে দলের মধ্যে লড়াই লেগেই থাকবে। গোটা রাজ্যেই তাই ঘটছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement