Shoot Out At Malda

লটারিতে ২ কোটি টাকা জিতেও নিঃস্ব! ভাইয়ের কাছে সাহায্য না পেয়ে তাঁকে গুলি করলেন দাদা

স্থানীয় সূত্রে খবর, মালদহ থানার খইহাট্টার বাসিন্দা মদন দত্ত দু’বার ডিয়ার লটারি কেটে ২ কোটি টাকা পেয়েছিলেন। তার পরেও বেশি লাভের আশায় তিনি প্রায় সর্বস্ব খুইয়েছেন। এমতাবস্থায় ভাই এবং বাবার সঙ্গে প্রায়শই তাঁর খটাখটি লেগে থাকত।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২৫ ১৯:২৪
Share:

—প্রতীকী চিত্র।

বাইক চেয়ে প্রত্যাখ্যাত হয়ে ভাইকে গুলি করে বাড়ি থেকে পালিয়ে গেলেন দাদা। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের খইহাট্টা এলাকায়। কাঁধে গুলির ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন যুবক। অন্য দিকে, গুলি করে বাড়িছাড়া হওয়া দাদা এখনও নিখোঁজ। তাঁর খোঁজে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মালদহ থানার খইহাট্টার বাসিন্দা মদন দত্ত দু’বার ডিয়ার লটারি কেটে ২ কোটি টাকা পেয়েছিলেন। তার পরেও বেশি লাভের আশায় তিনি প্রায় সর্বস্ব খুইয়েছেন। এমতাবস্থায় ভাই এবং বাবার সঙ্গে প্রায়শই তাঁর খটাখটি লেগে থাকত। টাকা এবং সম্পত্তি নিয়ে ঝগড়া হত। শুক্রবার মদন ও তাঁর ভাই জীবনের বাইক রাখা নিয়ে গন্ডগোল হয়।

পরিবারের দাবি, শনিবার সকালে হঠাৎ পিস্তল হাতে ভাইয়ের সামনে হাজির হন মদন। ঝগড়া করতে করতে হঠাই জীবনকে গুলি করে বাড়ি থেকে পালিয়ে যান তিনি। গুলির শব্দে চমকে যান পরিবারের অন্যান্য সদস্য থেকে প্রতিবেশীরা। রক্তাক্ত অবস্থায় জীবনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জীবনের মেয়ে পঞ্চমী দত্ত বলেন, ‘‘জেঠু দু’বার লটারিতে ২ কোটি টাকা জিতেছে। তার পর যেখানে সেখানে টাকা খরচ করেছে। যখন তখন আমার বাবাকে গালিগালি করে। হুমকি দেয়। কখনও বলে গুলি করে দেব।’’ ওই তরুণী আরও বলেন, ‘‘জেঠু প্রায় এসে বাবার কাছে বাইক চাইত। বাবা বলেছিল, ভাইয়ের টিউশন আছে। ওকে বাইকে করে স্যরের কাছে দিতে যাবে। তখন এক বার বাবার সঙ্গে জেঠুর কথা কাটাকাটি হয়। তার পরেই পিস্তল বার করে বাবাকে গুলি করে জেঠু। বাবার গলার বাঁ দিকে একটি গুলি লেগেছে।’’

Advertisement

অভিযুক্ত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেলেন, তা নিয়ে কোনও তথ্য দিতে পারেনি পরিবার। তবে জখম জীবনের স্ত্রী ভাসুরের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। মালদহ থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তের পর তারা জানিয়েছে, পারাবারিক অশান্তিতে দাদা ভাইকে গুলি করেছেন বলে অভিযোগ। অভিযুক্তের খোঁজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement