চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিমান পরিচালনা বন্ধের ঘোষণা করল ইন্ডিয়াওয়ান এয়ার সংস্থা। —নিজস্ব চিত্র।
নতুন বছরের শুরু থেকে বন্ধ হয়ে যাচ্ছে কোচবিহার এবং কলকাতার মধ্যে বিমান পরিষেবা। পরিচালনা সম্পর্কিত কারণ দর্শিয়ে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এই ঘোষণা করল ইন্ডিয়াওয়ান এয়ার সংস্থা।
২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের অধীনে শুরু হয়েছিল নয় আসনের বিমান পরিষেবা। কিন্তু হঠাৎই পরিচালন সম্পর্কিত ইস্যু দেখিয়ে তিন বছরের চুক্তি শেষ হওয়ার আগেই পরিষেবা বন্ধের দিয়েছে দায়িত্বপ্রাপ্ত বিমান সংস্থা। সোমবার ইন্ডিয়াওয়ান এয়ারের তরফে কোচবিহার বিমানবন্দর কর্তৃপক্ষকে মেল মারফত একটি নোটিস পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, ২০২৬ সালের ৩১ জানুয়ারি থেকে কোচবিহার এবং কলকাতার মধ্যে যাত্রিবাহী বিমান পরিষেবা বন্ধ করে দিচ্ছে তারা। এই ঘোষণায় স্বাভাবিক ভাবে হতাশ কোচবিহারের ব্যবসায়ী মহল।
কোচবিহার বিমানবন্দর। —নিজস্ব চিত্র।
এর আগেও কোচবিহার বিমানবন্দর থেকে কলকাতার বিমান পরিষেবা চালু হয়ে অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গিয়েছিল। শেষে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যমে পরিষেবা শুরু হয়। ইন্ডিয়াওয়ান এয়ার নামে অহমদাবাদের একটি বেসরকারি বিমান সংস্থা নয় আসনের একটি বিমান পরিষেবা চালু করে। সরকারি ভর্তুকিতে চালু ছিল ওই পরিষেবা। এতে কোচবিহারের ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ চটজলদি কলকাতা যাতায়াত করতে পারতেন।
হঠাৎ পরিষেবা বন্ধের ঘোষণা প্রসঙ্গে কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, ‘‘ইন্ডিয়াওয়ান এয়ার সংস্থা থেকে একটি মেল এসেছে। ওই সংস্থা জানিয়েছে, আগামী বছেরর ৩১ জানুয়ারি থেকে তাদের পরিষেবা বন্ধ করে দিচ্ছে। কারণ, পরিচালনার সমস্যা হচ্ছে।’’ যদিও চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিমান পরিষেবা দেওয়ার কথা সংশ্লিষ্ট সংস্থার। তার আগেই পরিষেবা বন্ধের ঘোষণার পাশাপাশি তাদের আট জন কর্মীকে কোচবিহার বিমানবন্দর থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে ইন্ডিয়াওয়ান এয়ার।