Domestic Violence against Men

পণ মেলেনি! বধূকে গরম খুন্তির ছ্যাঁকা, বিদ্যুতের শক দিয়ে নির্যাতনের অভিযোগ, মালদহে গ্রেফতার স্বামী

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে তারিকুলের সঙ্গে বিয়ে হয়ে সহিদার। তাদের দুই সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণ চেয়ে সহিদার উপরে নির্যাতন করতেন স্বামী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৯:২০
Share:

—প্রতীকী চিত্র।

বধূকে নির্যাতনের অভিযোগ উঠল স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অভিযোগ, গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে তাঁর হাত পুড়িয়ে দেওয়া হয়েছে। বিদ্যুতের শক দিয়ে তাঁকে খুনের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। নির্যাতিতার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। মালদহের হরিশ্চন্দ্রপুরের রাঙ্গাইপুর গ্রামের ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত তারিকুল ইসলাম রাঙ্গাইপু্র গ্রামের বাসিন্দা। নির্যাতিতা সহিদা সুলতানা হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের সরনপুর গ্রামের বাসিন্দা। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, পাঁচ বছর আগে তারিকুলের সঙ্গে বিয়ে হয়ে সহিদার। তাদের দুই সন্তান রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই পণ চেয়ে সহিদার উপরে নির্যাতন করতেন স্বামী এবং তাঁর পরিবারের লোকজন। আরও অভিযোগ, গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে বধূর হাত পুড়িয়ে দিয়েছেন শাশুড়ি। গত তিন দিন সহিদাকে খেতে দেওয়া হয়নি। তাঁকে মারধর করে বিদ্যুতের শক দেওয়া চেষ্টা করেন।

সহিদার চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে যান তাঁদের বাড়িতে। সেখানে গিয়ে দেখেন, তিনি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে‌ন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সহিদাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও তাঁর স্বামী অভিযোগ অস্বীকার করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement