Satyen Roy

প্রাণ সংশয়, নিরাপত্তা দাবি সত্যেনের

সত্যেনের দাবি, গঙ্গারামপুরে তৃণমূলের বিধায়ক থাকাকালীন এক গোষ্ঠী তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করে।

Advertisement

নীহার বিশ্বাস 

বুনিয়াদপুর শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০৬:০৯
Share:

—ফাইল চিত্র

বিজেপিতে যোগ দেওয়ার পরে প্রাণ সংশয়ে ভুগছেন বলে জানালেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সত্যেন রায়। সত্যেনের অভিযোগ, তৃণমূলে থাকাকালীনই তাঁর উপরে একাধিকবার হামলা হয়েছে। এখন বিজেপিতে যাওয়ায় সেই হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা সত্যেনের। তাই কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন দক্ষিণ দিনাজপুরের এই রাজবংশী নেতা।

Advertisement

সত্যেনের দাবি, গঙ্গারামপুরে তৃণমূলের বিধায়ক থাকাকালীন এক গোষ্ঠী তাঁকে প্রাণে মেরে ফেলার চক্রান্ত করে। ২০১৫ সালে বিধায়ক থাকা অবস্থাতেই গঙ্গারামপুরের নন্দনপুরে হামলার শিকার হন তিনি। জখম হয়ে হাসপাতালেও ভর্তিও ছিলেন এই নেতা। তৃণমূলে থাকাকালীনই বারবার হামলা হওয়ায় এখন দলবদলের পর আক্রমণ আরও বাড়বতে পারে বলেই তাঁর আশঙ্কা। তাই বিজেপিতে যোগ দিয়ে এখনও জেলায় ফেরেননি সত্যেন। সত্যেনের দাবি, প্রাণসংশয়ের কথা চিন্তা করেই তিনি কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন।

বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারও কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গীয়ের কাছে চিঠি লিখে সত্যেনকে নিরাপত্তা দেওয়ার তদ্বির করেছেন। সত্যেন বলেন, ‘‘তৃণমূলে থাকাকালীনও একাধিকবার আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। বিজেপিতে যোগ দেওয়ায় আমাকে প্রাণে মেরে ফেলা, মিথ্যে মামলা দেওয়ার চেষ্টা চলছে। বিজেপি নেতৃত্বের কাছে নিরাপত্তা চাওয়ায় তাঁরা আশ্বাস দিয়েছেন। নিরাপত্তা নিয়ে জেলায় ফিরব।’’

Advertisement

সুকান্ত বলেন, ‘‘ওঁর উপর অনেকবার আক্রমণ হয়েছে। তাই নিরাপত্তার জন্য তদ্বির করেছি। এ বিষয়ে এর বেশি কিছু করার নেই।’’ বিজেপিতে গিয়েই কেন্দ্রের কাছে নিরাপত্তা চেয়েছিলেন তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র। কিন্তু অনেক তদ্বির করেও বিপ্লব নিরাপত্তা পাননি। তারপরই তিনি তৃণমূলে ফিরে আসেন। বিপ্লবের মতো হেভিওয়েট নেতাকে বিজেপি যখন নিরাপত্তা দেয়নি সেখানে সত্যেন আদৌ নিরাপত্তা পাবেন কী না সে প্রশ্নই উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন