রায়গঞ্জে ফুটপাথ বানাবে পুরসভা

রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যানজট ও দুর্ঘটনা রুখতে একাধিক ফুটপাথ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ পুরসভা। মঙ্গলবার দুপুরে পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত পুরসভার বাস্তুকারদের নিয়ে শহরের ঘড়ির মোড়, নিউ মার্কেট, বিবিডি মোড়-সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ফুটপাত তৈরির ব্যাপারে তাঁদের মতামত নেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৫ ০৩:০১
Share:

রায়গঞ্জ শহরের বিভিন্ন এলাকায় যানজট ও দুর্ঘটনা রুখতে একাধিক ফুটপাথ তৈরির সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জ পুরসভা। মঙ্গলবার দুপুরে পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত পুরসভার বাস্তুকারদের নিয়ে শহরের ঘড়ির মোড়, নিউ মার্কেট, বিবিডি মোড়-সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ফুটপাত তৈরির ব্যাপারে তাঁদের মতামত নেন।

Advertisement

ফুটপাথ তৈরি হলে যানজট ও দুর্ঘটনা কমবে বলে ব্যবসায়ীরাও মোহিতবাবুর কাছে দাবি করেন। মোহিতবাবু বলেন, ‘‘শহরের ঘড়ি মোড় থেকে বিবিডি মোড় পর্যন্ত প্রায় ২০০ মিটার রাস্তার বাঁদিকে একটি ফুটপাথ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে শিলিগুড়ি মোড় এলাকায় আরও তিনটি ফুটপাথ তৈরি করাতে উদ্যোগী হব।’’ তাঁর দাবি, পুরসভার নিজস্ব তহবিলের টাকায় ওই কাজ হবে।

রায়গঞ্জের ঘড়িমোড় থেকে বিবিডি মোড় পর্যন্ত রাস্তা সঙ্কীর্ণ থাকার কারণে পুরসভা ওই রাস্তায় ডিভাইডার তৈরি করতে পারেনি। তার উপর ওই এলাকার ব্যবসায়ীদের একাংশ রাস্তার দুই ধারের জায়গার একাংশ দখল করে পসরা সাজিয়ে রাখায় পথচারিরা হাঁটাচলা করতে গিয়ে সমস্যায় পড়েন বলে অভিযোগ। গত তিন মাসে মোহিতবাবুর নেতৃত্বে পুর কর্তৃপক্ষ একাধিকবার অভিযান চালিয়েও রাস্তার দুধারের জবরদখল মুক্ত করতে পারেননি বলে পুরসভার দাবি। এই পরিস্থিতিতে পথচারীরা রাস্তার উপর দিয়ে হাঁটাচলা করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ। ফলে ওই রাস্তায় প্রতিদিনই যানজট ও ছোটখাটো দুর্ঘটনা লেগে রয়েছে। অন্যদিকে, শিলিগুড়িমোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়ক থাকায় বাসিন্দারা ঝুঁকি নিয়ে হাঁটাচলা করতে বাধ্য হন। মোহিতবাবু বলেন, ‘‘প্রস্তাবিত ফুটপাত যাতে দখল না হয়, তার জন্য দোকান বরাবর ফুটপাতের ধারে লোহার রেলিং বসানো হবে।’’ রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী ও পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত সোম বলেন, ‘‘যানজট ও দুর্ঘটনা রুখতে পুরসভার ফুটপাত তৈরির সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি।’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement