Darjeeling Accident

যাত্রীদের নিয়ে দার্জিলিং থেকে কার্শিয়াঙের দিকে যাওয়ার পথে খাদে পড়ল গাড়ি, নিহত অন্তত তিন! গুরুতর জখম বাকিরা

দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী গাড়ি। রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গিয়েছে। অন্তত তিন জনের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ২১:৪২
Share:

দার্জিলিঙে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী গাড়ি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

দার্জিলিং থেকে কার্শিয়াং যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী গাড়ি। রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে গিয়েছে। অন্তত তিন জনের মৃত্যু হয়েছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় বাকিদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই গাড়িতে চালক-সহ মোট আট জন ছিলেন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, দার্জিলিং থেকে কার্শিয়াঙের দিকে নামার পথে বৃহস্পতিবার রাতে সোনাদা আট মাইল এবং গোরাবাড়ি সংলগ্ন এলাকায় আচমকা নিয়ন্ত্রণ হারায় ওই গাড়ি। রাস্তা থেকে গড়িয়ে পাহাড়ের ধারের জঙ্গলে প়ড়ে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়েরাই উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের। চালক-সহ বাকি পাঁচ জন এই মুহূর্তে চিকিৎসাধীন। প্রত্যেকের অবস্থাই সঙ্কটজনক বলে খবর হাসপাতাল সূত্রে।

কী কারণে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। তবে দার্জিলিঙে বৃষ্টি চলছে। ফলে রাস্তা পিছল। খারাপ আবহাওয়ার কারণে চালকের কিছু সমস্যা হয়ে থাকতে পারে বলে অনেকে মনে করছেন। পাহাড়ি রাস্তায় রাতের দিকে গাড়ি চালাতে গেলে এমনিতেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। তার উপর বৃষ্টি পরিস্থিতি জটিল করে তুলেছে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে যাঁরা ছিলেন, তাঁরা সকলেই স্থানীয় বাসিন্দা। কার্শিয়াং কিংবা আশপাশের এলাকায় থাকেন। কোনও কাজে দার্জিলিং গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িতে কোনও পর্যটক ছিলেন না।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দার্জিলিঙে অতি ভারী বৃষ্টি হতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায়। ঘূর্ণিঝড় মোন্থার অবশিষ্টাংশের প্রভাবেই এই দুর্যোগ বলে মনে করা হচ্ছে। শনিবার পর্যন্ত পাহাড় এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি চলতে পারে। তার পর ধীরে ধীরে শুকনো হবে আবহাওয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement