Bus Stop: উদ্বোধনের পর ছয় মাস কেটেছে, চাঁচলে বাস ডিপো চালুর দাবিতে বিক্ষোভ স্থানীয়দের

কলিগ্রামে দু’কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে সরকারি বাস ডিপো। মাস ছ’য়েক আগে কলিগ্রামে যান রাজ‍্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চাঁচল শেষ আপডেট: ১৮ মে ২০২২ ১৭:৩২
Share:

বাস ডিপোর দাবিতে বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

উদ্বোধনের ছয় মাস পরেও চালু হয়নি মালদহের চাঁচলের কলিগ্রামের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস ডিপো। অভিযোগ, বন্ধ থাকা ওই বাস ডিপো এখন অসামাজিক কার্যকলাপের আখড়া তৈরি হয়েছে। ওই ডিপো চালু করার বুধবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
কলিগ্রামে দু’কোটি টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে সরকারি বাস ডিপো। মাস ছ’য়েক আগে কলিগ্রামে যান রাজ‍্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সেখানে ওই ওই বাস ডিপোর উদ্বোধন করেন তিনি। কিন্তু তার পর থেকে ওই বাস ডিপো তালাবন্ধ বলে অভিযোগ। তার জেরে সমস‍্যায় পড়েছেন কলিগ্রাম, খরবা, মতিহারপুর-সহ চাঁচলের বিস্তীর্ণ এলাকার মানুষ। প্রতি দিনই বহু যাত্রী বাক্সপ‍্যাঁটরা নিয়ে বাস ধরতে আসছেন ডিপোয়। কিন্তু তাঁদের নজরে আসছে ডিপোর দরজায় ঝুলছে তালা। তার জেরেই বুধবার ওই এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সুভাষকৃষ্ণ গোস্বামী নামে এক বিক্ষোভকারী অভিযোগ করেন, ‘‘ছ’মাস আগে মন্ত্রী ঢাকঢোল পিটিয়ে বাস ডিপোর উদ্বোধন করেছিলেন। কিন্তু দু’এক দিন পর বন্ধ হয়ে গিয়েছে ওই ডিপোটি। ওই এলাকায় এখন অসামাজিক কাজের আসর বসছে। আমরা চাই, অবিলম্বে ডিপো চালু করা হোক।’’

Advertisement

প্রকাশ দাস নামে কলিগ্রাম ডিপোয় বাস ধরতে আসা এক যাত্রী বললেন, ‘‘এসেছিলাম বাস ধরতে। কিন্তু বাস ডিপোয় তালা দেওয়া। এখন আবার চাঁচলে যেতে হবে আমাকে।’’ ওই বাস ডিপো দ্রুত চালু করার আশ্বাস দিয়েছেন জেলাশাসক রাজর্ষি মিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন