পাচারের আগে উদ্ধার ৪৫ লক্ষের চন্দনকাঠ

গোপন সূত্রে খবর পেয়ে বীরপাড়া-মাদারিহাট সড়কে একটি বাড়ি থেকে ২৩৪০ কেজি লাল চন্দন কাঠ উদ্ধার করল পুলিশ। লাল চন্দন মজুত ও পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া লাল চন্দন কাঠের বাজার দর প্রায় ৪৫ লক্ষ টাকা বলে পুলিশের দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৬ ০১:৫২
Share:

উদ্ধার হওয়া কাঠ। —নিজস্ব চিত্র।

গোপন সূত্রে খবর পেয়ে বীরপাড়া-মাদারিহাট সড়কে একটি বাড়ি থেকে ২৩৪০ কেজি লাল চন্দন কাঠ উদ্ধার করল পুলিশ। লাল চন্দন মজুত ও পাচারের অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হওয়া লাল চন্দন কাঠের বাজার দর প্রায় ৪৫ লক্ষ টাকা বলে পুলিশের দাবি।

Advertisement

বুধবার গভীর রাতে পুলিশ খবর পায়, ভকতপাড়ার এক বাড়ি থেকে চন্দন কাঠ ছোট গাড়িতে তোলা হচ্ছে। এরপরেই ওই বাড়িতে অভিযান চালায় বীরপাড়ার থানার পুলিশ । পুলিশ ১১৭টি লগ উদ্ধার করে। এই কাঠ ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়। ধৃত শ্যাম সেবা জয়গাঁর বাসিন্দা। মাদারিহাটে বাড়ি সামির আলমের। আরও কয়েকজন অভিযুক্ত ঘটনার সময় অবশ্য পালিয়ে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাঠগুলি কোথা থেকে এনে কোথায় পাচারের চেষ্টা করা হচ্ছিল তা ধৃতদের জেরা করে পুলিশ জানার চেষ্টা করছে।

আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার এস সিলভাম মুরুগান জানান, প্রতি কেজি লাল চন্দন কাঠের দাম দু’হাজার টাকা। প্রতিটি লগ ১৮-২০ কেজি ওজনের। এর পিছনে কোনও চক্র রয়েছে কি না তা দেখা হচ্ছে। কাঠগুলি বন দফতরের হাতে তুলে দেওয়া হবে। ওই এলাকায় আরও লাল চন্দন কাঠ মজুত রয়েছে কি না তাও দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement