মৃত কিশোর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরায়। পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম সামসেদ আলি(১৭)। তার বাড়ি বাগডোগরার মুনিজোত এলাকায়। জানা গিয়েছে, মৃতের ক্ষেতে ধান লাগানোর কাজ চলছিল।

Advertisement
শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০১:৩৭
Share:

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির বাগডোগরায়। পুলিশ জানিয়েছে মৃত কিশোরের নাম সামসেদ আলি(১৭)। তার বাড়ি বাগডোগরার মুনিজোত এলাকায়। জানা গিয়েছে, মৃতের ক্ষেতে ধান লাগানোর কাজ চলছিল। এদিন সকালে ঝড়-বৃষ্টির মধ্যেই ক্ষেতে হাল চালাচ্ছিল ওই কিশোর। সেই সময় হঠাৎ ক্ষেতের ধার দিয়ে যাওয়া রাস্তার ধারের বিদ্যুতের খুঁটি থেকে হাইটেনশনের তার ছিঁড়ে তার গায়ে পড়লে ভেজা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ,তার মৃত্যু হয়। পড়ে তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement