নির্দল প্রার্থীর দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি সোমবার ঘাটাল পুরসভার ১৬ নম্বরে ওয়ার্ডের। ঘটনার পরই লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন নির্দল প্রার্থী অনুপ চক্রবর্তী। উল্লেখ্য, এই ওয়ার্ডেই এ বার তৃণমূলের প্রার্থী হয়েছেন ঘাটাল কলেজের টিচার ইন চার্জ লক্ষ্মীকান্ত রায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ঘাটাল শহরের কুশপাতায় তৃণমূলের কয়েকজন অনুপ চক্রবর্তীর দেওয়াল লিখন মুছে দেয়। উল্লেখ্য, অনুপবাবুর স্ত্রী বর্তমানে সিপিএমের কাউন্সিলর। কিন্তু অনুপবাবু সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন। দল তাঁকে এ বার প্রার্থী না করায় তিনি নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অনুপবাবুর অভিযোগ, “সব বাড়ির মালিকদের সম্মতি নিয়েই দেওয়াল লিখেছি। তৃণমূল সহ্য করতে না পেরে আমার দেওয়াল লেখা মুছে দিচ্ছে।’’ তৃণমূলের পক্ষে শম্ভু বেরা বলেন, “অভিযোগ মিথ্যা। আমাদের আগে থেকে দেওয়াল ঘেরা ছিল। কারোর নাম মোছা হয়নি।”