Supreme Court on SCC Case

২৬ হাজার চাকরি বাতিল মামলায় পুনর্বিবেচনা আর্জির শুনানি আগামী সপ্তাহে, আর কী জানাল সুপ্রিম কোর্ট?

আগামী ৪ থেকে ৮ অগস্ট রিভিউ পিটিশন সংক্রান্ত সমস্ত বকেয়া আবেদন শুনবে শীর্ষ আদালত। তার মধ্যে রয়েছে, পশ্চিমবঙ্গে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেলের ২৬০০০ চাকরি বাতিলের মামলার পুনর্বিবেচনার আর্জি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ২২:০০
Share:

প্রতিনিধিত্বমূলক ছবি।

এসএসসির চাকরি বাতিল সংক্রান্ত মামলা-সহ এখনও পর্যন্ত দায়ের হওয়া সমস্ত মামলার রিভিউ পিটিশনের শুনানির দিনক্ষণ জানাল সুপ্রিম কোর্ট। আগামী ৪ অগস্ট থেকে ৮ অগস্ট পর্যন্ত ওই মামলাগুলি শুনবে শীর্ষ আদালত। শুক্রবার শীর্ষ আদালতের সহকারী রেজিস্ট্রার (শুনানি) ওই মামলাগুলির সংশ্লিষ্ট আইনজীবীদের শুনানিতে হাজির থাকার কথা বলেছেন।

Advertisement

সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনের তালিকায় রয়েছে রাজ্যের বেশ কয়েকটি আবেদন। তার মধ্যে উল্লেখযোগ্য হল এসএসসির ২৬০০০ চাকরি বাতিল মামলা। গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্ট নিয়োগপ্রক্রিয়ায় দুর্নীতি এবং একাধিক অনিয়মের অভিযোগে এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। শীর্ষ আদালতে ওই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছিল রাজ্য। কিন্তু এত দিন পর্যন্ত সেই মামলার শুনানি হয়নি। সেই রিভিউ পিটিশনগুলির শুনানি হবে বিচারপতিদের চেম্বারে।

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ ২০১৬ সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিল। নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যাঁরা অন্য সরকারি চাকরি ছেড়ে ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তাঁরা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। ঘোষিত রায়ে বলা হয়েছিল, যোগ্য-অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। ২০১৬ সালের এসএসসি পেয়ে যাঁরা চাকরি করছিলেন, তাঁরা নতুন নিয়োগপ্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছিল শীর্ষ আদালত। রাজ্য সরকার এবং এসএসসি কর্তৃপক্ষ সেই রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিলেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement