Partha Chatterjee

নিয়োগ দুর্নীতির সিবিআইয়ের মামলায় জামিন পেলেন পার্থ, তবে জেলমুক্তি ঝুলে রয়েছে হাই কোর্টে

নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই পার্থের দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। পরে সিবিআইও তাঁকে গ্রেফতার করে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২
Share:

রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। — ফাইল চিত্র।

সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআইয়ের বিশেষ আদালত তাঁর জামিন মঞ্জুর করে। সোমবার রাতে সেই টাকা তবে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। অন্য দিকে, সোমবার ওই আদালতেই স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নবম-দশম শ্রেণিতে নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মামলায় চার্জ গঠন হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে পার্থ উপস্থিত ছিলেন আদালতে।

Advertisement

পার্থের আইনজীবী জানান, সোমবার রাতে আলিপুর আদালতের বিচারক ৯০ হাজার ব্যক্তিগত বন্ডে তাঁর মক্কেলের জামিন মঞ্জুর করেছেন। তবে সিবিআইয়ের প্রাথমিকের মামলায় তিনি জেল হেফাজতে রয়েছেন পার্থ।

নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২২ জুলাই পার্থের দক্ষিণ কলকাতার নাকতলার বাড়িতে অভিযান চালায় ইডি। দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় তাঁকে। এর পর ‘পার্থ-ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। উদ্ধার হয় প্রচুর বিদেশি মুদ্রা এবং সোনার গয়নাও।

Advertisement

নিয়োগ দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে ওই বছরই ২৩ জুলাই পার্থ এবং অর্পিতাকে গ্রেফতার করে ইডি। ২৭ জুলাই অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে অভিযান চালিয়ে আরও ২৭ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার হয়। সঙ্গে মেলে বহুমূল্য গয়নাও। ইডির দাবি, সব মিলিয়ে অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদে মোট ৪৯ কোটি ৮০ লাখ টাকা এবং ৫ কোটি ৮ লাখ টাকার গয়না উদ্ধার হয়েছিল। সঙ্গে নানা বৈদেশিক মুদ্রাও মিলেছিল। ইডির দাবি, সোনাদানা, ফ্ল্যাট-বাড়ি মিলিয়ে কম করে ৬০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। পরবর্তী কালে গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই-ও গ্রেফতার করে পার্থ এবং অর্পিতাকে। শুধু তা-ই নয় প্রাথমিকের মামলাতেও গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

তার পর থেকে জামিন চেয়ে তিনি কখনও নিম্ন আদালতে, আবার কখনও কলকাতা হাই কোর্টে, কখনও আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। বেশ কয়েকটি মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন পার্থ। তবে আরও অনেক মামলায় তিনি জড়িত থাকায় জেলমুক্তি এখনও হয়নি তাঁর।

প্রাথমিকে নিয়োগ মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গত ২৭ ডিসেম্বর চার্জশিট জমা দিয়েছিল সিবিআই। তাতে পার্থ ছাড়াও অয়ন শীল, সন্তু গঙ্গোপাধ্যায়দের নাম রয়েছে। এই মামলায় রাজসাক্ষী হয়েছিলেন পার্থের জামাই কল্যাণময় ভট্টাচার্য। রাজসাক্ষী হওয়ার পর অভিযুক্তদের তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়ে দেওয়া হয়েছিল। নিয়োগ মামলায় অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। কেন পার্থকে জামিন দেওয়া হচ্ছে না, আদালতে বার বার সে প্রশ্ন তোলেন তাঁর আইনজীবীরা। সোমবার শুধু সিবিআই আদালতে নয়, হাই কোর্টেও পার্থের জামিনের মামলার শুনানি ছিল। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে সেই শুনানি শেষ হয় সোমবার। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি। পার্থের আইনজীবী জানিয়েছেন, প্রাথমিকের এই মামলায় জামিন পেয়ে গেলে তাঁর মক্কেল জেল থেকে বেরোতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement