roopa ganguly

Roopa Ganguly: দল আমাকে তাড়িয়েও দিতে পারে! নির্দল গৌরবের পাশে থেকে ফের বিস্ফোরক রূপা

পথ দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাসের পরিবারের পাশে ফের দাঁড়ালেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। কী লিখলেন তিনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ ১২:৩৩
Share:

রূপার চিঠি।

ফের বিতর্কে রূপা গঙ্গোপাধ্যায়। পথ দুর্ঘটনায় মৃত বিজেপি কাউন্সিলর তিস্তা দাস বিশ্বাসের পরিবারের পাশে আবারও প্রকাশ্যেই দাঁড়ালেন বিজেপি সাংসদ রূপা। ৮৬ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী তিস্তার স্বামী গৌরব বিশ্বাসের জয়ের জন্য প্রার্থনা করেছেন তিনি। এ জন্য বিজেপি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলেও আশঙ্কা করেছেন। ফেসবুক পোস্টে এ নিয়ে নিজের মত ব্যক্ত করেছেন রূপা। তার পরই বিষয়টি নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। এর আগে গৌরবের টিকিট না পাওয়া নিয়ে সরব হয়েছিলেন বিজেপি-র এক সাংসদ।

Advertisement

রূপা লিখেছেন, ‘কার্যকতা এমন একটি পদ, যা কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। দল আমাকে তাড়িয়ে দিতে পারে, সাসপেন্ড করতে পারে। কিন্তু দলত্যাগ করতে বাধ্য করতে পারে না।’ এর পরই গৌরবের পাশে দাঁড়িয়েছেন তিনি লিখেছেন, ‘আমি মা কালির কাছে প্রার্থনা করছি, এলাকার মানুষ যেন এগিয়ে এসে তোমাকে মানুষের সেবার সুযোগ করে দেন।’

পুরভোটের আগে রূপার মনে পড়ছে ২০১৫ সালের স্মৃতি। লিখছেন, ‘সে সময় আমি অনেক শারীরিক এবং মানসিক যন্ত্রণা সহ্য করেছি। জীবনের ঝুঁকিও নিয়েছি। এখন আমার মনে হচ্ছে, রাজনীতিবিদ হিসাবে আমি যথেষ্ট উপযুক্ত নই।’

Advertisement

গৌরবকে চিঠিতে রূপা লিখেছেন, ‘আমার তো আর হোর্ডিং লাগানোর ক্ষমতা নেই। থাকলে তোদের দু’জনের ছবি টাঙিয়ে বলতাম, আমি তৃষার সঙ্গে আছি, থাকব। নগন্য কার্যকর্তা আমি। তাই এক একাই ৩০-৩৫ জন খুনী, ধর্ষকে গ্রেফতার করাতে পেরেছি পুলিশের সাহায্যে। শান্ত ভদ্র আন্দোলনের মাধ্যমে। তাই তো আমাকে তাড়াতে হয় রাজ্য থেকে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন