Mamata Banerjee

Kash Flower: কাশবালিশ! তুলোর বিকল্প হিসেবে কাশফুল ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখতে বললেন মমতা

কাশ ফুল দিয়ে বালিশ, বালাপোষ তৈরির ভাবনা। আদৌ সম্ভব কি না তা নিয়ে গবেষণার উপর জোর দিতে নির্দেশ দিলেন প্রশাসনিক কর্তাকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৭:২৪
Share:

কাশ ফুল দিয়ে বালিশ! ভাবনার কথা বলে দিলেও তা আদপে সম্ভব হবে কি না সে ব্যাপারে অবশ্য নিশ্চিত নন। গ্রাফিক — শৌভিক দেবনাথ।

দেখতে তুলো তুলো। কাজেই বা সমতুল হবে না কেন! বাংলার কাশ ফুলকে তুলোর বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কি না ভেবে দেখতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর প্রস্তাব, ‘‘পুজোর আগে একটা সময়ে বাংলায় প্রচুর কাশফুল ফোটে। আমরা কি সেই কাশফুল সংরক্ষণ করে কাজে লাগাতে পারি না! বালিশ বা বালাপোষের মতো কিছু বানানো যায় না তা দিয়ে।’’

হাওড়ায় বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক ছিল মমতার। সেখানই এই প্রস্তাব ভেবে দেখার কথা বলেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত এক প্রশাসনিক কর্তাকে মমতা বলেন, ‘‘আমার একটি আইডিয়া আছে। এই যে কাশ ফুল হয় বাংলায়। দেখবে পুজোর এক মাস আগে থেকে শুরু হয় তার পর আর এক মাস। এই কাশফুল উড়ে চলে যায় কোনও কাজে লাগে না। এই কাশফুল দিয়ে বালিশ এবং বালাপোষ তৈরি হতে পারে দারুণ ভাল। এবং ওই বালিশ তো লোকে অনেক দাম দিয়েও কিনতে চাইবেন যাঁদের ক্ষমতা আছে। সুতরাং ওই কাশফুলটাকে তোমরা কী ভাবে ব্যবহার করতে পার দেখ তো!’’

Advertisement

কাশ ফুল দিয়ে বালিশ! ভাবনার কথা বলে দিলেও তা আদপে সম্ভব হবে কি না সে ব্যাপারে অবশ্য নিশ্চিত নন। বৈঠকেই তিনি বলেছেন, ‘‘টেকনিক্যালি বা কেমিক্যালি... কী দিতে হবে জানি না। সেটা গবেষণার বিষয়। কিন্তু যদি যায়, তা হলে তো আমরা তা দিয়ে বালিশ বা বালাপোষ বানাতে পারি। তাই না!’’

মমতার প্রস্তাব ভেবে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসনিক কর্তারা। আগামিদিনে ‘কাশবালিশ’ বাঙালি আয়েশের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে কি না সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন