Abhishek Banerjee

অভিষেকের নামে পোস্টারে বিতর্ক

লাল কালিতে খবরের কাগজে লেখা পোস্টারগুলি নজরে পড়ে শুক্রবার দুপুরে। বিষ্ণুপুরের কাটানধারে রাস্তার পাশে বাড়ির দেওয়ালে সাঁটা পোস্টারে লেখা ছিল— ‘চোর তৃণমূল নিপাত যাক’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বিষ্ণুপুর শেষ আপডেট: ২০ মে ২০২৩ ০৬:৩২
Share:

বাঁকুড়ার সোনামুখীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: শুভ্র মিত্র

সিবিআই তাঁকে তলব করেছে শিক্ষা-দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠি কাণ্ডে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ডাক পেয়ে নব-জোয়ার কর্মসূচি স্থগিত করে বাঁকুড়া থেকে শুক্রবার কলকাতায় ফিরেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তার আগে বাঁকুড়া জেলারই বিষ্ণুপুরে দু’জায়গায় অভিষেকের বিরুদ্ধে ‘চোর’ অভিযোগ করে পোস্টার পড়ল।

Advertisement

লাল কালিতে খবরের কাগজে লেখা পোস্টারগুলি নজরে পড়ে শুক্রবার দুপুরে। বিষ্ণুপুরের কাটানধারে রাস্তার পাশে বাড়ির দেওয়ালে সাঁটা পোস্টারে লেখা ছিল— ‘চোর তৃণমূল নিপাত যাক’, ‘পিসি-ভাইপোর সরকার, এই বার হবে না’। বিষ্ণুপুর পোড়ামাটির হাটের পাশ দিয়ে চলে যাওয়া মোরাম রাস্তার ধারেও জঙ্গলের গাছে ঝোলানো ছিল একাধিক পোস্টার। সেখানেও ‘চোর’ অভিযোগ তুলে পোস্টার দেওয়া হয়েছে।

বিষ্ণুপুরে বালি চুরির অভিযোগ মাঝেমধ্যে উঠলেও কয়লা খাদান এখানে নেই। তবে রাজনীতির পর্যবেক্ষকরা মনে করিয়ে দিচ্ছেন, বাঁকুড়া বিজেপি-র শক্ত ঘাঁটি। অভিষেকের বিরুদ্ধে বরাবর সরব হওয়া সৌমিত্র খাঁ বিষ্ণুপুরেরই বিজেপি সাংসদ। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রেও গত বার বিজেপি জিতেছিল। পরে অবশ্য বিজেপির সেই বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। তবে বিজেপির প্রভাব এখনও এলাকায় ভালই রয়েছে। পোস্টারগুলিতে কারও নামোল্লেখ নেই। তবে তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অলোক মুখোপাধ্যায়ের অভিযোগ, “এই সব নোংরামি বিজেপি করছে। নবজোয়ারে এত উপচে পড়া ভিড় সহ্য হচ্ছে না ওদের। থানায় অভিযোগ করছি।” বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক সভাপতি বিল্লেশ্বর সিংহ অবশ্য বলেন, “বিজেপি চোরের মতো পোস্টার দিয়ে প্রতিবাদ জানায় না। এমন পোস্টার দিয়ে বিষ্ণুপুরের জনগণ হয়তো প্রতিবাদ জানাতে চাইছেন।’’ সিপিএমের স্থানীয় নেতা বিশ্বজিৎ ঘোষেরও দাবি, “পোস্টার কারা দিয়েছে জানি না। তবে তৃণমূলকে ক্ষমতায় এনে মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছেন।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন