বিজন-স্মৃতি

বিশিষ্ট নাট্যকার বিজন ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে গত ১৭ মে থেকে ২১ মে পর্যন্ত সাঁইথিয়া শশিভূষন দত্ত বালিকা বিদ্যালয়ে প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালার আয়োজন করেছিল সাঁইথিয়ার ওয়েক আপ নাট্য দল। অনুষ্ঠানের প্রথম নাটকটি ছিল প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালার নাটক অভি চক্রবর্ত্তী পরিচালিত বিজন ভট্টাচার্য্যর ‘মরা চাঁদ’। দ্বিতীয় নাটক মৈনাক সেনগুপ্ত রচিত সুচারু দাস নির্দেশিত থিয়েটার চন্দননগরের ‘ইট ইস নট’।

Advertisement
শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০০:৩৩
Share:

নাট্য-উৎসবের শেষ দিন ওয়েক আপের নাটক ‘মৌন’-র একটি দৃশ্য। — নিজস্ব চিত্র।

বিশিষ্ট নাট্যকার বিজন ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষে গত ১৭ মে থেকে ২১ মে পর্যন্ত সাঁইথিয়া শশিভূষন দত্ত বালিকা বিদ্যালয়ে প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালার আয়োজন করেছিল সাঁইথিয়ার ওয়েক আপ নাট্য দল। অনুষ্ঠানের প্রথম নাটকটি ছিল প্রযোজনা ভিত্তিক নাট্য কর্মশালার নাটক অভি চক্রবর্ত্তী পরিচালিত বিজন ভট্টাচার্য্যর ‘মরা চাঁদ’। দ্বিতীয় নাটক মৈনাক সেনগুপ্ত রচিত সুচারু দাস নির্দেশিত থিয়েটার চন্দননগরের ‘ইট ইস নট’। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সচীব দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, বিশিষ্ট মেক আপ আর্টিস্ট শ্যামাপ্রসাদ কুন্ডু, কবীর সেন বরাট সহ আরো অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement