Anubrata Mandal

Anubrata Mandal: অনুব্রতের পর বীরভূমের তৃণমূল সহ-সভাপতি অভিজিৎ সিংহকে শনিবার সিবিআই-তলব

অনুব্রতকে ভোট পরবর্তী হিংসা মামলায় আগেই সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়। বৃহস্পতিবার তিনি সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরা দিতে যান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ০১:৪৬
Share:

নিজস্ব চিত্র।

ভোট পরবর্তী হিংসা মামলায় এ বার বীরভূমের তৃণমূল জেলা সহ-সভাপতি তথা লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ ওরফে রানাকে ডেকে পাঠালো সিবিআই। জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হিসাবেই এলাকায় অভিজিতের পরিচিতি। তাঁকে শনিবার দুর্গাপুরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে সিবিআই।

Advertisement

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে ফোন করে অভিজিৎকে হাজিরা দেওয়ার বিষয়টি জানানো হয়। তিনি হাজিরা দেবেন বলেও সূত্র মারফত জানা গিয়েছে।

প্রসঙ্গত, অনুব্রতকে ভোট পরবর্তী হিংসা মামলায় আগেই সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়। বৃহস্পতিবার তিনি সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরা দিতে যান। ওই দিন বেলা বারোটা নাগাদ সিবিআই দফতরে পৌঁছন অনুব্রত। টানা সাড়ে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। বিকাল সাড়ে পাঁচটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে তিনি বেরোন। অনুব্রতের সঙ্গে তাঁর আইনজীবীরাও ছিলেন। তবে এ বার বীরভূম জেলা তৃণমূলের ‘সেকেন্ড ম্যান’ নামে পরিচিত অভিজিৎকে তলব করল সিবিআই।

Advertisement

গোটা ঘটনায় বীরভূমের জেলা নেতৃত্বের উপর চাপ বাড়ছে বলেও সংশ্লিষ্ট মহলের একাংশের দাবি।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন