Anubrata Mandal

Anubrata Mandal: ও দারুণ ছেলে, সব ফেলে দিচ্ছে, বিজেপি সভাপতি সুকান্তের ‘প্রশংসা’য় পঞ্চমুখ অনুব্রত

শনিবার বোলপুরের কার্যালয়ে এসে খয়রাশোল এলাকার প্রায় ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২২ ২০:৪১
Share:

—নিজস্ব চিত্র।

বিক্ষুব্ধ নেতাদের প্রকাশ্যে দল-বিরোধী মন্তব্য নিয়ে এই মুহূর্তে জেরবার রাজ্য বিজেপি। এই আবহে বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবারই বীরভূমের এক ঝাঁক বিজেপিকর্মী জোড়াফুল শিবিরে যোগ দেন। ওই কর্মসূচিতে গিয়েই অনুব্রত বললেন, ‘‘বিজেপি-র রাজ্য সভাপতি দারুণ ছেলে। ভাল ছেলে।’’

Advertisement

শনিবার বোলপুরের কার্যালয়ে এসে খয়রাশোল এলাকার প্রায় ১৫০ জন বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন অনুব্রত। তিনি বলেন, ‘‘আপাতত দেড়শো জন এসে যোগদান করলেন। আরও আড়াই হাজার এর পর যোগ দেবেন।’’

এর পরেই বিজেপি সম্পর্কে বলতে গিয়ে অনুব্রতের মুখে সুকান্তের সুনাম শোনা যায়। তিনি বলেন, ‘‘রাজ্য বিজেপি-তে এখন খাওয়াখাইয়ি চলছে। তবে রাজ্য বিজেপি-র সভাপতি ভাল লোক। স্ট্যামিনা আছে। ধ্যাড়াদ্ধ্যাড় সব ফেলে দিচ্ছে। বেশি কিছু করলেই ফেলে দাও।’’

Advertisement

অনুব্রত জানান, কিছু দিন ধরেই তাঁর শরীর খারাপ। একটু সুস্থ হলেই তিনি শিলিগুড়িতে প্রচারে যেতে পারেন বলে জানিয়েছেন কেষ্ট।

সুকান্ত মজুমদার সম্পর্কে অনুব্রতের মন্তব্য নিয়ে বিজেপি-র বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘ওঁর কাজই হল উল্টো-পাল্টা বলা। আর উনি কী বলছেন, তাতে আমাদের বা আমাদের রাজ্য সভাপতির কিছু যায় আসে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement