Coronavirus

কালীকে আর স্পর্শ নয় কঙ্কালীতলাতেও

মঙ্গলবার মন্দিরের সেবায়েতদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এমনই সিদ্ধান্তের কথা জানান কঙ্কালীমাতা উন্নয়ন ট্রাস্টের সম্পাদক নারায়ণ চৌধুরী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২০ ০৫:২০
Share:

প্রতীকী ছবি।

তারাপীঠের পরে এ বার কঙ্কালীতলা। মা কালীকে আর স্পর্শ করা যাবে না এখানেও। এমনই সিদ্ধান্ত নিলেন মন্দির কমিটি।

Advertisement

কিছু দিন আগেই তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, করোনা পরিস্থিতি সামনে রেখে গর্ভগৃহে ঢুকে মা তারাকে স্পর্শ করে অঞ্জলি ও পুজো নিবেদন করতে পারবেন না পুণ্যার্থীরা। সেই পথেই হাঁটল কঙ্কালীতলা মন্দির কমিটি।

মঙ্গলবার মন্দিরের সেবায়েতদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে এমনই সিদ্ধান্তের কথা জানান কঙ্কালীমাতা উন্নয়ন ট্রাস্টের সম্পাদক নারায়ণ চৌধুরী। লকডাউনের সময় থেকে দু’মাসেরও বেশি সময় কঙ্কালীতলা মন্দির বন্ধ থাকার পরে সরকারি বিধিনিষেধ মেনে ১ জুন থেকে রাজ্যের বাকি মন্দিরগুলির সঙ্গে বোলপুরের কঙ্কালীতলা মন্দিরও খোলা হয়। দূরত্ব মেনে মন্দিরে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হয়। কিন্তু, এর পরেও অনেক ভক্ত মন্দিরের গর্ভগৃহে ঢুকে পুজো দিতে, ছবি তুলতে ভিড় করছিলেন বলে অভিযোগ।

Advertisement

তাই মন্দির কমিটি এ বার থেকে পূণ্যার্থীদের মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে না দেওয়ার সিদ্ধান্ত নেন। গর্ভগৃহের বাইরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে পুজো নেওয়া হবে ভক্তদের কাছ থেকে। সেই পুজোর ডালা সেবায়েতরা গর্ভগৃহে মাকে নিবেদন করে তা ভক্তদের হাতে তুলে দেবেন। এ ছাড়াও মন্দির চত্বরে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায়, তার জন্য দিন কয়েকের মধ্যেই মন্দির চত্বরে থার্মাল স্ক্রিনিং থেকে শুরু করে স্যানিটাইজার দিয়ে ভক্তদের হাত ধোয়ানোর ব্যবস্থা করা হবে। মাস্ক ছাড়া কাউকে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না।

উন্নয়ন ট্রাস্টের সম্পাদক নারায়ণ চৌধুরী বলেন, ‘‘আমরাও ভয়ের মধ্যে আছি। তাই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পূণ্যার্থীদের মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে দেওয়া হবে না।’’ সেবায়েত জয়ন্ত চৌধুরী বলেন, ‘‘পুজো দিতে এসে অনেকে সামাজিক দূরত্ব বিধি মানছিলেন না। গর্ভগৃহে ভিড় জমাচ্ছিলেন। তাই কমিটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement