প্রসঙ্গ সৌমিত্র, তর্জা চলছেই

অমিত অবশ্য দাবি করেছেন, ‘‘২৩ মে ভোটের ফল ঘোষণার পরে তাঁরাই দেশে ক্ষমতায় ফিরছেন। ২৫ মে এই বিষ্ণুপুর কেন্দ্রে জয়ের শোভাযাত্রা করবেন সৌমিত্র। আমি সেখানে থাকব।’’

Advertisement

রাজদীপ বন্দ্যোপাধ্যায় 

ওন্দা শেষ আপডেট: ০৮ মে ২০১৯ ০২:৪৩
Share:

রামসাগরের মাঠে অমিত শাহ। ছবি: অভিজিৎ সিংহ

মামলায় জড়ানো বিজেপির বিষ্ণুপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের হাইকোর্টের নির্দেশে বাঁকুড়া জেলায় ঢোকা বন্ধ। সে জন্য তৃণমূলের দিকে আঙুল তুললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। মঙ্গলবার প্রায় একই সময়ে বিষ্ণুপুর লোকসভারই বড়জোড়া হাইস্কুল মাঠের সভায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৌমিত্রকে নাম না করে ‘গদ্দার’ বলে মন্তব্য করেন।

Advertisement

এ দিনই ওন্দার রামসাগরের ধুলাপুর ফুটবল ময়দানে সৌমিত্রের সমর্থনে জনসভা করতে এসে তিনি অভিযোগ করেন, , ‘‘মমতা সৌমিত্রকে আপনাদের কাছে আসতে দিচ্ছেন না। উনি ভাবছেন, এ ভাবে তৃণমূল জিততে পারবে। তবে তা কখনই হবে না। কারণ সৌমিত্রের স্ত্রী সুজাতা যে ভাবে স্বামীর হয়ে প্রচারে নেমেছেন, তাতে মানুষ তাঁর পাশে দাঁড়াবেন। দলীয় ভাবে আমরা তাঁকে অভিনন্দন জানাচ্ছি।’’ মমতা বলেন, ‘‘এখানে যিনি সাংসদ ছিলেন, তাঁকে আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি। দলের সঙ্গে গদ্দারি করেছে। আমরা মীরজাফরকে স্থান দিই না। আর টাকার কাছে যে মাথা নত করে দেয়, তার সঙ্গে আমি কাজ করি না। তাই এ বার শ্যামল সাঁতরাকে প্রার্থী করা হয়েছে। মন্ত্রী ছিলেন। ওঁকে বলেছি, মন্ত্রিত্ব ছেড়ে বিষ্ণুপুরের হয়ে কাজ করতে। সুব্রতদাকে (বাঁকুড়া কেন্দ্রের প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়) বলেছি, মন্ত্রীত্ব ছেড়ে বাঁকুড়ার হয়ে কাজ করতে। দু’জনে প্রার্থী হয়েছেন। আমি খুশি। কারণ কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আর কখনও কখনও টেস্ট করাও দরকার, কে লোভী, কে নয়।’’ গত জানুয়ারিতে তৃণমূল থেকে বহিষ্কৃত হন সৌমিত্র। এ দিন তাঁকে চেষ্টা করেও ফোনে পাওয়া যায়নি।

অমিত অবশ্য দাবি করেছেন, ‘‘২৩ মে ভোটের ফল ঘোষণার পরে তাঁরাই দেশে ক্ষমতায় ফিরছেন। ২৫ মে এই বিষ্ণুপুর কেন্দ্রে জয়ের শোভাযাত্রা করবেন সৌমিত্র। আমি সেখানে থাকব।’’

Advertisement

পঞ্চায়েত ভোটে বিষ্ণুপুর মহকুমায় কোনও ভোট হয়নি। সেই প্রসঙ্গ টেনে লোকসভা ভোটে বাসিন্দাদের একত্রিত হয়ে লড়াইয়ের ডাক দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন