Joydev Kenduli

জয়দেব-কেন্দুলির মেলায় মাস্ক বাধ্যতামূলক, চলবে ড্রোনে নজরদারীও

এ বারে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মেলায় কোনও দোকান বসতে দেওয়া হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ইলামবাজার শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৮:১৫
Share:

রীতি মেনেই মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা।

প্রতি বছর মকরসংক্রান্তির দিন ইলামবাজারে অজয় নদের তীরে বসে জয়দেব-কেন্দুলির মেলা। প্রায় ৪০০ বছরের প্রাচীন এই মেলা। এ বারে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে মেলায় কোনও দোকান বসতে দেওয়া হয়নি। তবে রীতি মেনেই মন্দিরে পুজো দিচ্ছেন ভক্তরা।

Advertisement

স্থায়ী প্রায় ১০০টি আখড়াকে অনুমতি দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে জানা গিয়েছে, স্নানের জন্য ৩টি ঘাট প্রস্তুত করা হয়েছে৷ অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারির জন্য ১০৪টি সিসিটিভি ক্যামেরা, ১৩টি ওয়াচ টাওয়ারের বন্দোবস্ত করা হয়েছে। নিরাপত্তার জন্য মোট ২০০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নদীর তীরবর্তী এলাকা পরিচ্ছন্ন রাখতে প্রায় ৫০০টি অস্থায়ী শৌচাগার তৈরি করা হয়েছে। পুণ্যার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারিও চালানো হবে।

Advertisement

আরও পড়ুন: গৃহহীনদের দায় নেবে প্রশাসন, বাগবাজারে বললেন মুখ্যমন্ত্রী মমতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন