Suri Police Station

শতাব্দীর গাড়িতে জুতো বিতর্কের পরের দিনই সিউড়ি থানার দায়িত্বে ‘সাময়িক’ পরিবর্তন! সরানো হল আইসিকে

বীরভূমের পুলিশ সুপার আমনদীপের ব্যাখ্যায়, এটি শুধুই সাময়িক দায়িত্ব বণ্টনের বিষয়। তবে বীরভূমের রাজনীতি এবং বৃহস্পতিবার শতাব্দীর গাড়িতে জুতো দিয়ে বাড়ি মারার ঘটনার পরে এই দায়িত্ব পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৫ ২৩:১৩
Share:

বৃহস্পতিবার বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের সামনেই সিউড়িতে হাতাহাতিতে জড়ায় তৃণমূলের দুই গোষ্ঠী। — ফাইল চিত্র।

দায়িত্ব থেকে ‘সাময়িক ভাবে’ সরানো হল সিউড়ি থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়কে। আপাতত চন্দ্রপুরের সার্কল ইনস্পেক্টর চয়ন ঘোষই সিউড়ি থানার দায়িত্বে থাকবেন। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বৃহস্পতিবারই সিউড়িতে বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের গাড়়িতে জুতো দিয়ে বাড়ি মারার অভিযোগ ওঠে। ঘটনাচক্রে, তার পরের দিনই সিউড়ি থানায় দায়িত্ব বদল করা হল। যদিও জেলা পুলিশ এটিকে কোনও ‘বদলি’ বলে ব্যাখ্যা করতে নারাজ। সিউড়ি থানার এই দায়িত্ব পরিবর্তনকে শুধুই ‘সাময়িক দায়িত্ব বণ্টন’ হিসাবে ব্যাখ্যা করছেন বীরভূমের পুলিশ সুপার আমনদীপ।

Advertisement

বৃহস্পতিবার সিউড়ি-২ ব্লকের কোমা গ্রাম পঞ্চায়েতের গাংটে গ্রামে এসআইআর সংক্রান্ত আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় উপস্থিত ছিলেন শতাব্দী। অভিযোগ, সভা চলাকালীনই দুই গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয়। তৃণমূলের অঞ্চল সভাপতি বলরাম বাগদিকে ঘিরে বিক্ষোভ দেখায় দলের অন্য এক গোষ্ঠী। অশান্তির মধ্যেই বলরামকে নিজের গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করেন শতাব্দী। অভিযোগ, সেই সময়ই তাঁর গাড়ি আটকান কয়েক জন। গাড়িতে জুতো দিয়ে বাড়ি মারারও অভিযোগ ওঠে।

বৃহস্পতিবারের ওই ঘটনায় বিতর্কের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এরই মধ্যে সিউড়ি থানার দায়িত্বে ‘সাময়িক’ পরিবর্তন করে ফেলল জেলা পুলিশ। বীরভূমের পুলিশ সুপার আমনদীপের ব্যাখ্যায়, এটি শুধুই সাময়িক দায়িত্ব বণ্টনের বিষয়। তবে বীরভূমের রাজনীতি এবং বৃহস্পতিবার শতাব্দীর গাড়িতে জুতো দিতে বাড়ি মারার ঘটনার পরে এই দায়িত্ব পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement