বঙ্গধ্বনি যাত্রায় সামিল হন সাঁইথিয়া ব্লকের তৃণমূল সভাপতি সাবের আলি। —নিজস্ব চিত্র
আবারও প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ‘বঙ্গধ্বনি’ যাত্রায় ব্লক সভাপতির সঙ্গে উপস্থিত হলেন না পঞ্চায়েত প্রধান।। সভাপতির বিরুদ্ধেই ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। সোমবার বীরভূমের সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েত এলাকায় বঙ্গধ্বনি যাত্রায় সামিল হন সাঁইথিয়া ব্লকের তৃণমূল সভাপতি সাবের আলি। বনগ্রাম পঞ্চায়েত এলাকার অতুয়া, সাকিরপাড়া, বরা-সহ বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালান ব্লক সভাপতি।
প্রচারে উপস্থিত ছিলেন না খোদ বনগ্রাম পঞ্চাতের প্রধান তুষারকান্তি মণ্ডল। স্থানীয় সুত্রে খবর, দীর্ঘদিন ধরেই ব্লক সভাপতির সঙ্গে প্রধানের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। সেই কারণে তিনি দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি। অন্য দিকে এই বিষয়ে কথা বলতে গেলে সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন বনগ্রাম পঞ্চায়েতের প্রধান তুষারকান্তি মণ্ডল।
তিনি বলেন, ‘‘ব্লক সভাপতি আমাকে কোনও অনুষ্ঠানেই ডাকেন না। তিনি নিজের মতো কাজে ব্যাবহার করেন।। রবিবার রাতে আমাকে মেসেজ করেছিলেন তিনি। তাই যাইনি। যদিও আমার শরীর এমনিতে অসুস্থ। তবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি, আগামী ১৭ তারিখ যে ‘বঙ্গধ্বনি’ যাত্রা হবে, সেখানে আমরা সবাই অংশগ্রহণ করব।’’ ব্লক সভাপতি সাবের আলির অবশ্য দাবি, প্রধান অসুস্থ, তাই আসেননি।
আরও পড়ুন: ঘণ্টাখানেক ধরে বিপর্যস্ত গুগল, বন্ধ ছিল জিমেল, ইউটিউব
আরও পড়ুন: ৪ দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, কী বার্তা নেত্রীর, অপেক্ষায় নেতা-কর্মীরা