বাসস্থানের দাবিতে বাসিন্দাদের আবেদন

বাসস্থানের দাবিতে রামপুরহাট পুরসভার কাছে আবেদন জানাল ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। এতদিন তাঁরা এলাকায় রেলের জমিতে বসবাস করতেন। দীর্ঘদিন থেকে বসবাস করার পর অনেকেই নিজস্ব ঘর তৈরি করার জন্য কোনও জায়গা কিনতে পারেননি। মঙ্গলবার দুপুরে ১৪ নম্বর কংগ্রেস কমিটির নেতৃত্বে ওই সমস্ত বাসিন্দারা পুরপ্রধানের অফিসে জড়ো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রামপুরহাট শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৫০
Share:

পুরপ্রধানের অফিসে—নিজস্ব চিত্র।

বাসস্থানের দাবিতে রামপুরহাট পুরসভার কাছে আবেদন জানাল ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। এতদিন তাঁরা এলাকায় রেলের জমিতে বসবাস করতেন। দীর্ঘদিন থেকে বসবাস করার পর অনেকেই নিজস্ব ঘর তৈরি করার জন্য কোনও জায়গা কিনতে পারেননি। মঙ্গলবার দুপুরে ১৪ নম্বর কংগ্রেস কমিটির নেতৃত্বে ওই সমস্ত বাসিন্দারা পুরপ্রধানের অফিসে জড়ো হয়। তাঁদের সাত দফা দাবি পুরপ্রধানের কাছে পেশ করেন। এলাকার কংগ্রেস নেতা সাহাজাদা কিনু বলেন, “রামপুরহাট পুরসভার ধূলাডাঙা রোডে বসবাসকারী গৃহহীনরা যদি মুখ্যমন্ত্রীর উদ্যোগে ঘর পেতে পারে, তাহলে গৃহহীন এই সমস্ত পরিবারগুলি দীর্ঘদিন থেকে রামপুরহাট শহরে বসবাস করেও কেন ঘর পাবে না? আমরা তাই কংগ্রেস দলের পক্ষ থেকে এই সমস্ত গৃহহীনদের ঘর করে দেওয়ার দাবি রাখছি।” পুরপ্রধান তৃণমূলের অশ্বিনী তিওয়ারি বলেন, “মুখ্যমন্ত্রী পঞ্চায়েত নির্বাচনে রামপুরহাটে প্রচারে এসে ধূলাডাঙ্গা রোডের বস্তিবাসীদের কথা বলে ঘর করে দেওয়ার আশ্বাস দিয়ে গিয়েছিলেন। ধুলাডাঙা রোড-সহ ১০ নম্বর ওয়ার্ডের মালিবাগান এলাকার বস্তিবাসীদের নিয়ে মোট ২৭২টি পরিবারের জন্য আপাতত রামপুরহাট গাঁধী পার্ক এলাকায় ১৭ টি ফ্লাট তৈরি করা হবে। একটি ফ্লাটে ১৬ টি পরিবার বসবাসের ব্যবস্থা করা পরিকল্পনা নেওয়া হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন