দল বদলেও অস্বস্তিতে রবি

দল বদলেও স্বস্তিতে নেই কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়! কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার এক সপ্তাহ পরেও তাঁর বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহৃত হয়নি। তাঁর কর্মীরা ‘মিথ্যা’ মামলায় জেলেই রয়েছে। তাঁর দলের ঘরছাড়াদের বেশিরভাগই এখনও ঘরে ফেরেনি। কাটোয়ায় সন্ত্রাস চলছে বলে শুক্রবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে হয়েছে রবিবাবুকে! বিধায়ক পদে এখনও ইস্তফা দেননি রবি। বিধানসভায় ট্রেজারি বেঞ্চেই তাঁর আসন বরাদ্দ হয়েছে বলে স্পিকার রবিকে জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০৩:৩৬
Share:

দল বদলেও স্বস্তিতে নেই কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়! কংগ্রেস ছেড়ে তৃণমূলে যাওয়ার এক সপ্তাহ পরেও তাঁর বিরুদ্ধে খুনের মামলা প্রত্যাহৃত হয়নি। তাঁর কর্মীরা ‘মিথ্যা’ মামলায় জেলেই রয়েছে। তাঁর দলের ঘরছাড়াদের বেশিরভাগই এখনও ঘরে ফেরেনি। কাটোয়ায় সন্ত্রাস চলছে বলে শুক্রবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে হয়েছে রবিবাবুকে!

Advertisement

বিধায়ক পদে এখনও ইস্তফা দেননি রবি। বিধানসভায় ট্রেজারি বেঞ্চেই তাঁর আসন বরাদ্দ হয়েছে বলে স্পিকার রবিকে জানান। কিন্তু রবির আক্ষেপ, ‘‘কংগ্রেস ছাড়ার আগেই কলকাতা হাইকোর্ট আমাকে আগাম জামিন দিয়েছিল। কিন্তু খুনের মামলায় জেলে থাকা, ঘরছাড়া আমার জনা পঁয়ত্রিশ কর্মীর জামিন হয়নি এখনও!’’ কর্মীদের জামিন হয়নি অথচ তিনি জামিন পাওয়ায় কর্মীদের ‘চাপ’ তাঁকে আরও অস্বস্তিতে ফেলেছে বলে স্বীকার করছেন রবিবাবু।

তাঁর এলাকায় তৃণমূল এখনও সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ রবির। শান্তি ফেরানোর আর্জি নিয়ে এ দিন মমতার সঙ্গে দেখা করেন রবি। তিনি বলেন, ‘‘এলাকার পরিস্থিতি যতটা খারাপ ছিল, ততটা হয়ত নেই। কিন্তু শান্তি ফেরা দরকার। মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন।’’ রবিবাবুর এই অস্বস্তির কথা শুনে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ দিন মন্তব্য করেন, ‘‘রবিদাকে অনেক বুঝিয়েছিলাম দল না ছাড়তে। উনি তো শুনলেন না! কী আর করা যাবে!’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন