West Bengal Weather Update

বর্ষার বৃষ্টি কলকাতা-সহ রাজ্য জুড়ে, কয়েক জেলায় সতর্কতাও, কবে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল?

বুধবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ জুলাই ২০২৫ ১৯:০৭
Share:

রাজ্য জুড়ে চলবে ঝড়বৃষ্টি। — ফাইল চিত্র।

দক্ষিণবঙ্গের কয়েক জেলার উপর দিয়ে গিয়েছে মৌসুমি অক্ষরেখা। তার প্রভাবে সাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, তার জেরে বর্ষার বৃষ্টি চলবে রাজ্যের সব জেলায়। কয়েক জেলায় সতর্কতাও জারি করা হয়েছে। এই আবহে আগামী সপ্তাহে বঙ্গোপসগারের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণের কয়েক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম রাজস্থান এবং পাকিস্তানের উপর নিম্নচাপ অঞ্চল রয়েছে। পশ্চিমে সেই নিম্নচাপ অঞ্চল থেকে মৌসুমি অক্ষরেখা পূর্বে বিস্তৃত হয়েছে। লখনউ, পটনা, বাঁকুড়া, দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত চলে গিয়েছে। উত্তর বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার উপরেও রয়েছে একটি অক্ষরেখা। এর প্রভাবেই সাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। অন্য দিকে, আগামী ২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে আবার তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। তার জেরে ২৩ জুলাই থেকে দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।

সোমবার দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সর্বত্র ঝড়বৃষ্টি হবে না। ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে আবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে। ওই দিন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হতে পারে ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টি। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির হতে পারে। সেখানে কমলা সতর্কতা জারি কার হয়েছে। বাকি জেলায় জারি হলুদ সতর্কতা। আগামী শুক্রবার হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী শনিবার পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।

Advertisement

নিম্নচাপ অঞ্চলের প্রভাবে উত্তাল থাকবে সমুদ্র। আগামী ২৪ জুলাই থেকে পরবর্তী নির্দেশিকা প্রকাশ না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী শনিবার পর্যন্ত চলবে ঝড়বৃষ্টি। সোমবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হতে পারে ভারী বৃষ্টি। সে জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement